বিশ্বকাপের পর আইপিএলের নিলাম

নিজেদের দেশে বিশ্বকাপ চলাকালীনই কোচিং স্টাফ সাজিয়ে নিচ্ছে ইন্ডিয়ার প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজিগুলো। এবার জানা গেল, বিশ্বকাপের পর ২০২৪ আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে।

ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, এবার আর ভারতে নয়, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বসবে বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের নিলাম। তারিখ নির্দিষ্ট না হলেও আগামী ১৮ বা ১৯ ডিসেম্বর এই নিলাম হতে পারে বলে জানা গেছে।

পাশাপাশি উইমেনস প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) নিলাম অনুষ্ঠিত হবে ৯ ডিসেম্বর।

 

আইপিএল ২০২৪-এর জন্য ট্রেডিং উইন্ডো আপাতত খোলা আছে। কিন্তু এখনো আইপিএল ফ্র্যাঞ্চাইজির মধ্যে খেলোয়াড় অদলবদলের কনো খবর পাওয়া যায়নি। 

২০২৪ সালের আইপিএল নিলামই শুধু নয়, পুরো আইপিএল ভারতের বাইরে হতে পারে।

কারণ ২০২৪ সালে ভারতে লোকসভা নির্বাচন রয়েছে। আগামী বছরের ২২ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত চলতে পারে আইপিএল।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন