৫০০ কোটির দ্বারপ্রান্তে ‘লিও’

১৯ অক্টোবর মুক্তি পেয়েছে ভারতের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘লিও’। লোকেশ কানাগারাজ পরিচালিত ও থালাপতি বিজয় অভিনীত সিনেমাটি মুক্তির পর প্রথম দিনে সিনেমা হলে দুর্দান্ত দাপট দেখিয়েছে। প্রথম দিন ভারতে ৬৪ কোটি রুপি আয়ের পাশাপাশি বিশ্বব্যাপী ১৪০ কোটির বেশি আয় করে দুর্দান্ত সূচনা করে বিজয়ের ‘লিও’। সপ্তাহ পেরিয়ে আয়ের নতুন মাইলফলকের দিকে সিনেমাটি।

 

বুধবার ভারতে ১৬.৫০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। সাত দিনে মোট আয় ৩১৭.৫০ কোটি। যার ফলে বিশ্বব্যাপী বক্স অফিসে ৪৮২ কোটি আয় তুলে নিয়েছে ‘লিও’। বর্তমানে বিশ্বব্যাপী চতুর্থ সর্বোচ্চ উপার্জনকারী কলিউড ফিল্ম হিসেবে জায়গা দখল করেছে ‘লিও’ এবং বৃহস্পতিবারের আয়ের মাধ্যমে তৃতীয় স্থানে থাকা ‘পোন্নিয়ান সেলভান’কে টপকে যাওয়ার অপেক্ষায় সিনেমাটি।

মাত্র সাত দিনে বিশ্বব্যাপী ৫০০ কোটির দ্বারপ্রান্তে ‘লিও’।

 

1

‘লিও’

বিজয়ের সবচেয়ে শক্তিশালী জোন তামিলনাড়ুতে এখন পর্যন্ত ১৭১ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। অন্ধ্র প্রদেশে ৩৮ কোটি, কর্ণাটকে ৩৬.৭৫ কোটি, কেরালায় ৪২.৭৫ কোটি এবং ভারতের অন্যান্য অঞ্চলে ২৪ কোটি রুপি আয় করেছে বিজয়ের ‘লিও’। ভারতে সিনেমাটির মোট আয় ৩১৭.৫০ কোটি রুপি।

 

১৯ অক্টোবর ২ডি এবং আইম্যাক্সে হিন্দি, তামিল, তেলুগু, মালায়লাম ও কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে ‘লিও’। লোকেশ কানাগরাজ পরিচালিত ‘লিও’তে বিজয়ের সঙ্গে আরো অভিনয় করেছেন তৃষা কৃষ্ণান, সঞ্জয় দত্ত, অর্জুন, প্রিয়া আনন্দ, গৌতম বাসুদেব মেনন, মনসুর আলী খান, স্যান্ডি ও মাইস্কিন। তৃষা কৃষ্ণানের সঙ্গে ১৫ বছর পর জুটি বেঁধে অভিনয় করলেন বিজয়। এর আগে ‘ঘিলি’ ও ‘থিরুপাচি’র মতো চলচ্চিত্রে জুটি বেঁধে কাজ করেছেন দুজন। তাঁদের সর্বশেষ একসঙ্গে দেখা গেছে ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘কুরুভি’তে।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন