বর্তমান চ্যাম্পিয়ন হয়েও হতশ্রী পারফরম্যান্স ইংল্যান্ডের। ৫ ম্যাচে ৪ হার, জয় মাত্র ১টি। ইংল্যান্ডের সেমিফাইনাল স্বপ্ন কাগজ-কলমে টিকে থাকলেও বাস্তবতার নিরিখে শেষ বলা যায়। সেটি মেনেও নিয়েছেন ইংল্যান্ডের কোচ ম্যাথু মট।
লিগ পর্বের বাকি ৪ ম্যাচ সম্মান ধরে রাখার জন্য খেলবে ইংলিশরা।
চতুর্থ হারের পর বিবিসিকে দেওয়া প্রতিক্রিয়ায় মট বলেন, 'আমি মনে করি, আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। আমি কোনো গণিতজ্ঞ নই। তবে আমাদের যা নেট রান রেট এবং আমাদের ওপরে অনেক দল আছে যারা একে অপরের বিপক্ষে খেলবে।
এখন আমরা অনেক সম্মানের জন্য খেলব।'
বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে ৮ উইকেটে হারের প্রসঙ্গ টেনে মট বলেন, 'আমরা সমর্থকদের হতাশ করেছি। আমাদের পরিবার, সমর্থক ও ড্রেসিং রুমের সবাইকে হতাশ করেছি। আমরা নিজেদের সেরাটা দিতে পারিনি।
পেশাদার খেলায় এটি দিয়েই কাজকে মূল্যায়ন করা হয়।
পয়েন্ট টেবিলের ৯ নম্বরে থেকে আগামী রোববার স্বাগতিক ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড। একমাত্র দল হিসেবে এখনো কোনো ম্যাচ হারেনি ভারত। এই ম্যাচটিও সহজ হবে না ইংল্যান্ডের।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন