ইন্ডিয়ান আইডলে ফিরছেন অভিজিৎ সাওয়ান্ত

প্রতিবছরের মতো এবারও শুরু হয়েছে ইন্ডিয়ান আইডল। এটা শো’টির ১৪তম সিজন। অডিশন শেষে প্রতিযোগিতার জন্য বেছে নেওয়া হয়েছে ১৫ জন প্রতিযোগীকে। এবার এই শোয়ের নির্মাতারা ‘গৃহ প্রবেশ’ বলে একটি পর্বের পরিকল্পনা করেছেন।

আর সেখানেই আরও একবার ফিরছেন সর্বপ্রথম ইন্ডিয়ান আইডল অভিজিৎ সাওয়ান্ত।

 

এ বছর ইন্ডিয়ান আইডল ১৪তম সিজনে বিচারক হিসাবে রয়েছেন কুমার শানু, শ্রেয়া ঘোষাল এবং বিশাল দাদলানি। এছাড়াও শোয়ের বিভিন্ন পর্বে যোগ দেবেন বিনোদন জগতের আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব। আরশাদ ওয়ার্সি, রিচা শর্মা এবং শোয়েব ইব্রাহিম।

আর এবার ইন্ডিয়ান আইডলের প্রথম বিজয়ী অভিজিৎ সাওয়ান্তকেও আমন্ত্রণ জানিয়েছেন নির্মাতারা।

 

1

দীর্ঘ সময় পর ইন্ডিয়ান আইডলে ফিরে আসা নিয়ে আবেগপ্রবন অভিজিৎ সাওয়ান্ত। অভিজিৎ বলেন, ‘আমি কৃতজ্ঞতা জানাতে চাই এবং এই প্ল্যাটফর্মের প্রতি শ্রদ্ধা জানাতে চাই।  ইন্ডিয়ান আইডলকে ধন্যবাদ।

মনে হচ্ছে আমি বাড়িতে ফিরে এসেছি।’

 

নিজের আইডল কুমার শানুর উদ্দেশ্যে অভিজিৎ বলেন, ‘শানুদা, আপনি আমার সর্বশ্রেষ্ঠ আইডল। যখন থেকে আমি গান গাইতে শুরু করি, আমি আপনার গান শিখেছি এবং আপনার মতো করে গাওয়ার চেষ্টা করেছি। আমার অনুপ্রেরণা হওয়ার জন্য ধন্যবাদ, এই অনুপ্রেরণাই আমাকে আজ গায়ক বানিয়েছে।’

ইন্ডিয়ান আইডল-১৪ এর একটি পর্বে প্রতিযোগী উৎকর্ষ ওয়াংখেড়ের সঙ্গে গান গাইতে দেখা যায় অভিজিৎ সাওয়ান্তকে।

বিচারকরা উৎকর্ষের প্রশংসা করলে তিনি বলেন, তার বাবা তাকে অভিজিৎ দাদা (সাওয়ান্ত)-এর মতো গান গাইতে উৎসাহিত করতেন। অভিজিৎ সাওয়ান্তও উৎকর্ষকে উৎসাহিত করে বলেন, ‘তুমিও ভালো পারফর্ম করেছেন। নিয়মিত অনুশীলন করলে তুমি মহারাষ্ট্রের গর্ব হয়ে উঠবে।’

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন