মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমির, জুড়ী উপজেলা জামায়াতের সাবেক আমির আব্দুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জুড়ী থানার ওসি মোশাররফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার রাত দেড়টার দিকে জুড়ী শহর থেকে তাকে গ্রেপ্তার করে।
গত ৬ অক্টোবর জুড়ী থানায় করা পুলিশি কাজে বাধা দেওয়া, বেআইনি কাজ ও হত্যার উদ্দেশ্য আঘাত করা মামলায় ৯নং ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন আব্দুর রহমান।
জানা যায়, গত ৫ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জুড়ীতে মিছিল করে জামায়াতে ইসলামী। মিছিল থেকে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়া ও হত্যার উদ্দেশ্যে পুলিশের ওপর আক্রমণের অভিযোগে জুড়ী থানার এসআই খসরুল আলম বাদল বাদী হয়ে ২৮ জনের নামোল্লেখসহ আরও ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। এ মামলায় এতদিন আমির আব্দুর রহমান পলাতক ছিলেন।
জুড়ী থানার ওসি মোশাররফ হোসেন বলেন, শনিবার আব্দুর রহমানকে কোর্টে পাঠানো হবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন