নির্বাচিত হলে মুসলিমদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞার প্রতিশ্রুতি ট্রাম্পের

পুনরায় নির্বাচিত হলে অধিকাংশ মুসলিম দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নেভাডা অঙ্গরাজ্যের লাস ভেগাসে শনিবার একটি রিপাবলিকান ইহুদি সম্মেলনে বক্তৃতার সময় বিতর্কিত ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর্বহালের এ প্রতিশ্রুতি দেন তিনি।

রিপাবলিকান ইহুদি জোটের বার্ষিক সম্মেলনে যোগদানকারী শ্রোতাদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আমরা কট্টর ইসলামপন্থী সন্ত্রাসীদের আমাদের দেশ থেকে দূরে রাখব। ভ্রমণ নিষেধাজ্ঞার কথা মনে আছে? প্রথম দিনেই আমি আমাদের ভ্রমণ নিষেধাজ্ঞা ফিরিয়ে আনব।

 

২০১৭ সালে ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া, ইয়েমেন এবং প্রাথমিকভাবে ইরাক ও সুদান থেকে ভ্রমণকারী প্রবেশের ওপর ব্যাপক বিধি-নিষেধ আরোপ করেছিলেন ট্রাম্প। আদেশটি একটি ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে বৈষম্যমূলক হিসেবে আদালতে চ্যালেঞ্জও করা হয়েছিল।

বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০২১ সালে যোগদানের প্রথম সপ্তাহে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিলেন। হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেছিলেন, বাইডেন ‘তার পূর্বসূরির জারি করা জঘন্য, অ-আমেরিকান মুসলিম নিষেধাজ্ঞা বাতিল করে গর্বিত’।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন