ফ্ল্যাটে মিলল মালায়লাম অভিনেত্রীর মরদেহ

মালায়লাম অভিনেত্রী রেঞ্জুশা মেননকে মৃত অবস্থায় পাওয়া গেছে। সোমবার (৩০ অক্টোবর) মারা যান এই অভিনেত্রী। তাঁর বয়স হয়েছিল ৩৫ বছর। 

অভিনেত্রীকে কেরালার তিরভানন্তপুরমের করিয়ামে তাঁর ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া গেছে।

তবে তাঁর আকস্মিক মৃত্যু সম্পর্কে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি। কেরালার পুলিশ কর্মকর্তারা এখন তাঁর মৃত্যুর তদন্ত চালাচ্ছেন। তাঁর মৃত্যু পরিবারের সদস্য এবং সহকর্মীদের জন্য একটি অভদ্র শক হিসেবে এসেছিল।

 

জানা গেছে, অভিনেত্রী কয়েক মাস ধরে আর্থিক সমস্যায় ভুগছিলেন।

মালায়লাম চলচ্চিত্র এবং টেলিভিশন সিরিয়ালে কাজ করার পাশাপাশি তিনি টেলিভিশন সিরিয়ালে লাইন প্রযোজক হিসেবেও কাজ করেছেন। সিনেমায় পা রাখার আগে রেঞ্জুশা একজন টেলিভিশন উপস্থাপিকা হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। এটি একটি তারকা টিভি শো, যা তাঁকে জনপ্রিয়তা এনে দেয়। এরপর টেলিভিশন সিরিয়ালে কাজ শুরু করেন অভিনেত্রী।

 

তিনি ‘স্ত্রী’, ‘নিজলাত্তম’, ‘মাগালুদে আম্মা’ ও ‘বালামনি’র মতো টেলিভিশন সিরিয়ালে কাজ করেছেন। এরপর বড় পর্দায় অভিষেক হয় রেঞ্জুশার। অভিনেত্রী ‘সিটি অফ গড’, ‘বোম্বে ১২ মার্চ’, ‘লিসামায়ুদে ভিদু’, ‘অথভুথা দ্বীপু’ ও ‘কার্যস্থান’-এর মতো চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা পেয়েছেন।

রেঞ্জুশা তাঁর স্বামী, মা ও বাবাকে রেখে গেছেন। তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পর্কে এখনো বিস্তারিত জানানো হয়নি।

অভিনেত্রীর মৃত্যুতে শোক জানাচ্ছেন ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা, বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও অনুরাগীরা।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন