নিজের গুলিতে মারা গেলেন মাওলানা তারিক জামিলের ছেলে

পাকিস্তানের ইসলামী আলোচক মাওলানা তারিক জামিলের ছেলে আসিম জামিল গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। গতকাল রবিবার (২৯ অক্টোবর) পাঞ্জাবের তালাম্বাতে মারা যান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে মাওলানা তারিক জামিল নিজেই ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে তারিক জামিল লেখেন, ‘আমার ছেলে তালাম্বাতে ইন্তেকাল করেছে।

তার মৃত্যুর খবর আমাদের শোকাহত করে তুলেছে। এমন শোকের মুহূর্তে আপনাদের কাছে অনুরোধ, আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন। আসিমের জানাজা সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় তালাম্বায় আমাদের নিজ গ্রাম রাইসাবাদে অনুষ্ঠিত হবে।

 

পাকিস্তানের মুলতানের আঞ্চলিক পুলিশ কর্মকর্তা (আরপিও) সোহেল চৌধুরী বলেন, “আসিম নিজ বাড়ির জিমনেশিয়ামে ‘বুকে গুলি করে’ আত্মহত্যা করেন।” পরিবারের মতে, আসিম আত্মহত্যা করেছেন বলে জানান তিনি। 

তিনি আরো বলেন, ‘পুলিশের সংগৃহীত সিসিটিভি ফুটেজে তাকে বুকে গুলি করতে দেখা যায়। আমরা ফরেনসিক বিশ্লেষণের জন্য ফুটেজ পাঠাচ্ছি।

আসিম মানসিক রোগী ছিলেন। অনেক বছর ধরে তার চিকিৎসা চলছিল।’ 

 

মিয়া চান্নুর উপপুলিশ সুপার (ডিএসপি) মোহাম্মদ সেলিম বলেন, আসিমকে তালাম্বা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। এরপর স্বাস্থ্যকেন্দ্র থেকে মরদেহ বাড়িতে পাঠানো হয়। 

মাওলানা তারিক জামিলের ছেলে আসিম জামিলের মৃত্যুর ঘটনায় গভীর শোক জানিয়েছেন পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার রাজা পারভেজ আশরাফ।

তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সংহতি জানান। তত্ত্বাবধায়ক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এ ঘটনায় গভীর সমবেদনা জানান।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন