আমরা বাংলাদেশকে অনেক সম্মান করি : পাকিস্তান কোচ

বিশ্বকাপে ভালো অবস্থায় নেই বাংলাদেশ-পাকিস্তান দুই দলই। ছয়টি করে ম্যাচ খেলে পাকিস্তান জিতেছে দুটি, বাংলাদেশ একটি। আগামীকাল কলকাতায় মুখোমুখি লড়াইয়ে নামবে তারা। শেষ চারে যেতে এই ২ পয়েন্ট গুরুত্বপূর্ণ পাকিস্তানের।

বাংলাদেশের কাগজ-কলমে যেটুকু সম্ভাবনা আছে, এই ম্যাচ হারলে সেটিও উবে আছে।

 

এক জয় বেশি নিয়ে পয়েন্ট টেবিলে ২ ধাপ এগিয়ে থাকলেও বাংলাদেশকে সম্মান দিচ্ছেন পাকিস্তানের প্রধান কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন।

আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ব্র্যাডবার্ন বলেন, ‘বাংলাদেশ সম্পর্কে আমরা ভালোভাবে জানি। এশিয়া কাপে তাদের বিরুদ্ধে খেলেছি।

অতীতেও অনেক খেলেছি। ভেন্যুটা আমাদের জন্য নতুন, তবে আমরা প্রচুর হোমওয়ার্ক করেছি, যাতে পরের ম্যাচগুলোতে নিজেদের সেরাটা দিতে পারি।’

 

বাংলাদেশের বিপক্ষে জিতলে হলে নিজেদের ভালো ক্রিকেট খেলতে হবে বলে জানিয়েছেন ব্র্যাডবার্ন। তবে সেটিই ঠিকঠাক পারছে না তারা।

ব্যাটারদের ব্যর্থতা বেশি ভোগচ্ছে তাদের। তাই বাংলাদেশের বিপক্ষে চ্যালেঞ্জ দেখছেন তিনি।

 

ব্র্যাডবার্ন বলছিলেন, ‘টুর্নামেন্টের প্রতিটি দলই মানসম্পন্ন। আমরা জানি, ভালো খেলেই জিততে হবে। ভালো খেললে যেকোনো দলকে হারাতে পারব।

আমরা বাংলাদেশকে অনেক সম্মান করি। তাদের অনেক কোয়ালিটি ক্রিকেটার আছে। আমরা বাংলাদেশের মুখোমুখি হতে ভালোভাবে প্রস্তুত।’

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন