বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তবে বিগত কয়েক বছর ধরে ক্যারিয়ারের বাজে সময় পার করছেন একরকম। এর মাঝে বেশ কয়েকটি চলচ্চিত্র নিয়ে এলেও একের পর এক ব্যর্থতাই ভাগ্যে জুটেছে তার। বলিউডে সালমান খানের হাত ধরেই যাত্রা শুরু ক্যাটের।
এবার ভাগ্য ফেরানোর জন্য সেই সালমান খানের দিকেই তাকিয়ে অভিনেত্রী। দীর্ঘ ৬ বছর ধরে হিটের মুখ না দেখা ক্যাটরিনা ‘টাইগার ৩’ দিয়ে ফিরতে চলেছেন বক্স অফিস সাফল্যে।
২০১৭ সালে ‘টাইগার জিন্দা হ্যায়’ দিয়েই শেষ ক্লিন হিট দেখেছিলেন ক্যাটরিনা কাইফ। এরপর একে একে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেও পাননি সাফল্যের দেখা।
এরই মাঝে বিয়ে করেন অভিনেতা ভিকি কৌশলকে। বর্তমানে বেশ সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন অভিনেত্রী।
সাম্প্রতিক সময়ে ক্যাটরিনা একের পর এক ব্যর্থতার মুখ দেখেছে। তার ‘ফোন ভূত’ ছিল বক্স অফিসে একেবারেই ডিজাস্টার।
এর আগে সালমান খানের সঙ্গে ‘ভারত’ ও অক্ষয় কুমারের সঙ্গে সুর্যবংশীতে সাফল্যের মুখ দেখলেও সিনেমাগুলো বক্স অফিসে ক্লিন হিট ছিল না। এর আগে শাহরুখ খানের সঙ্গে ‘জিরো’ এবং আমির খানের সঙ্গে ‘থাগস অফ হিন্দুস্তান’-এ দুটি বড় ব্যর্থতার স্বাদ পান অভিনেত্রী।
তাই বলতে গেলে প্রায় ৬ বছর ধরে অভিনেত্রীর ঝুলিতে নেই কোনো হিট চলচ্চিত্র। তবে ‘টাইগার ৩’ দিয়েই হিটের ধারায় ফিরবেন অভিনেত্রী এমনটাই ধারনা করছেন অনুরাগীরা। কারণ সিনেমাটি ঘিরে ইতোমধ্যে তুমুল হাইপ তৈরি হয়েছে।
টাইগার (সালমান খান) ও জোয়ার (ক্যাটরিনা) রসায়ন এমনিতেই ভক্তদের কাছে হিট রসায়ন। আর এটি ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা। খুব সম্ভবত শেষ সিনেমাও এটি। এর আগে একাধিক সূত্রে জানা গেছে, শেষবারের মতো পর্দায় টাইগারের সঙ্গে হাজির হচ্ছেন জোয়া।
মনীশ শর্মা পরিচালিত ‘টাইগার ৩’-এ সালমান এবং ক্যাটরিনা কাইফকে কিছু কঠিন স্টান্ট করতে দেখা যাবে। বেশ ঝুঁকি নিয়েই এই দৃশ্যগুলো নির্মাণ করা হয়েছে। এছাড়াও সিনেমাটির অন্যতম আকর্ষন হিসেবে থাকছেন শাহরুখ খান। একটি বিশেষ ক্যামিওতে পর্দায় দেখা যাবে তাকে। তিনি সিনেমাটিতে তার ‘পাঠান’ চরিত্রে ক্যামিও করবেন।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন