ভারতে ওড়িশার বালেশ্বরের পর এবার অন্ধ্র প্রদেশ। রাজ্যের বিজয়নগরম জেলায় রবিবার যাত্রীবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয় এক্সপ্রেস ট্রেনের। এতে নিহতের সংখ্যা প্রথমে একজন বলা হয়েছিল। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে।
আহত হয়েছে অন্তত ৪০ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত ১৮ যাত্রীকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, যাত্রীবাহী ট্রেনটি বিশাখাপত্তনম থেকে রায়গড়া যাচ্ছিল।
ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। তখন তাতে এসে ধাক্কা দেয় পালাসা এক্সপ্রেস। এতে যাত্রীবাহী ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। ভারতের পূর্ব মধ্য রেলের জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, দুটি ট্রেনের সংঘর্ষ হয়েছে।
তাতে ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।
অন্য একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, চালক সিগন্যাল বুঝতে না পারায় অন্ধ্র প্রদেশে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। রেলওয়ের একজন কর্মকর্তা বিশ্বজিৎ সাহু বলেছেন, ‘ট্রেনের চালক লাল সংকেত বুঝতে না পারায় দুর্ঘটনাটি ঘটেছে।’ তিনি আরো বলেন, ‘বিশাখাপত্তনম-রায়গড়া যাত্রীবাহী ট্রেনের চালক দুর্ঘটনার জন্য দায়ী।
কারণ তিনি সিগন্যাল ধরতে না পেরে অন্য ট্রেনের পেছনে আঘাত করেছিলেন। রায়গড়া ট্রেনের চালকও দুর্ঘটনায় নিহত হয়েছেন।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, রেললাইনের পাশে লাইনচ্যুত বগি পড়ে আছে এবং সেখানে মানুষ জড়ো হচ্ছেন। ট্রেন দুর্ঘটনা পরিস্থিতি পর্যালোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যিনি নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মোদি নিহত প্রত্যেকের পরিবারের জন্য দুই লাখ রুপি এবং আহত প্রত্যেককে ৫০ হাজার রুপি করে অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দেন।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন