এ রকম কখনোই হয়নি : মিরাজ

আইসিসি সুপার লিগের প্রতিযোগিতায় সেরা তিন দলের একটি হয়ে বিশ্বকাপে গিয়েছিল বাংলাদেশ। মনে করা হয়েছিল, এবার বিশ্বকাপে সেমিফাইনালে না গেলেও প্রতিপক্ষ দলগুলোর ঘাম ছুটিয়ে দেবেন সাকিব আল হাসানরা। কিন্তু হচ্ছে তার উল্টোটা।

৭ ম্যাচে মাত্র ১ জয়ে সবার আগে বিশ্বকাপ শেষ বাংলাদেশের।

আজ পাকিস্তানের কাছে হেরে চূড়ান্ত হয়ে গেছে বিদায়। কেন সফলতা পাচ্ছে না বাংলাদেশ? পাকিস্তানের কাছে ৭ উইকেটে হারের পর ভাগ্যকে দুষলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

 

সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘এ রকম কখনোই হয়নি। আমাদের লাক ফেভার করছে না।

সবাই চেষ্টা করছে, অনুশীলন করছি, পরিকল্পনা করছি; কিন্তু ভাগ্য না থাকলে সফল হবেন না। দিনশেষে আল্লাহর রহমত দরকার, ভাগ্য দরকার। বিশ্বাস করি এটা বেশি দিন যাবে না, আমরা কামব্যাক করব।’

 

নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের মতো আজও কলকাতার ইডেন গার্ডেনসে সাকিব-মিরাজদের সমর্থন জানিয়েছেন দেশ থেকে যাওয়া সমর্থকরা।

আশা নিয়ে গ্যালারিতে বসেছিলেন তারা, আজ অন্তত জিতবে বাংলাদেশ। আবার আশাহত হতে হয়েছে তাদের।

 

সমর্থকদের উদ্দেশে মিরাজ বলেন, ‘হতাশ আমরা সবাই হচ্ছি। চেষ্টা করছি ভালো খেলার। বাংলাদেশের দর্শকরা সব সময় সমর্থন করেন।

নেদারল্যান্ডসের কাছে হারের পরও এই ম্যাচে অনেক দর্শক হয়েছে। তারা কখনো আশা ছেড়ে দেন না। বিশ্বাস করেন বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, আমরাও বিশ্বাস করি।’

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন