জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ সেরা অভিনেতা চঞ্চল, সেরা অভিনেত্রী জয়া-রিকিতা

ঘোষণা করা হয়েছে ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে একটি প্রজ্ঞাপন দিয়ে জানানো হয় কারা এ বছর পুরস্কার পেয়েছেন। প্রজ্ঞাপন অনুযায়ী ২০২২ সালের শ্রেষ্ঠ ছবি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে দুটি সিনেমা। একটি ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ এবং আরেকটি ‘পরাণ’।

 

২০ অক্টোবর কালের কণ্ঠে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, এ বছর জাতীয় ‘হাওয়া’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় পুরস্কার পেতে চলেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। আর ‘বিউটি সার্কাস’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার উঠতে যাচ্ছে জয়া আহসানের হাতে। তবে এই ক্যাটাগরিতে ভাগ বসাতে পারেন ‘শিমু’ চলচ্চিত্রের অভিনেত্রী রিকিতা নন্দিনী শিমু। পুরস্কার ঘোষণার পর সেরা অভিনেতা চঞ্চল চৌধুরী হওয়ার পাশাপাশি এই জয়া ও রিতিকা যৌথভাবে পেয়েছেন সেরার পুরস্কার।

এ ছাড়াও কালের কণ্ঠ’র প্রতিবেদনে উল্লেখ করা হয়, পার্শ্ব চরিত্র (অভিনেত্রী) ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন ‘পাপ পুণ্য’ সিনেমার অভিনয়শিল্পী আফসানা মিমি। এ বছর সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার ঘরে তুলেছেন আফসানা মিমি।

 

এ ছাড়া কালের কণ্ঠ’র পক্ষ থেকে ২০২২ সালের শ্রেষ্ঠ সিনেমার হওয়ার দৌড়ে রাখা হয় মুহাম্মদ আবদুল কাইউমের ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ এবং সৈয়দ রুবাইয়াত হোসেনের ‘শিমু’। ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ সেরা চলচ্চিত্রের পুরস্কার ঘরে তুলেছে।

যৌথভাবে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ‘পরাণ’।

 

এ বছর আজীবন সম্মাননার পুরস্কারের দৌড়ে কালের কণ্ঠ’র প্রতিবেদনে রাখা হয় চারজনের নাম। তারা হলেন অভিনেতা খসরু, অভিনেত্রী শবনম, অভিনেত্রী রোজিনা ও অভিনেতা তারিক আনাম খান। শেষ অবধি রোজিনাকেই দেওয়া হয়েছে এই সম্মাননা। 

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে রোজিনা কালের কণ্ঠকে বলেন, ‘আমি আগেও দুবার পুরস্কার পেয়েছি; কিন্তু এবারেরটা আলাদা।

আমার সারা জীবনের কাজের জন্য রাষ্ট্র আমাকে পুরস্কৃত করেছে। আমি ভীষণ আনন্দিত। পুরস্কারের ঘোষণা হওয়ার পর থেকে অনেকেই অভিনন্দন জানাচ্ছেন। এটা খুব ভালো লাগছে। সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।’

 

২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা পরিচালক হয়েছেন সৈয়দা রুবাইয়াত হোসেন (শিমু)। সেরা চলচ্চিত্র অভিনেতা চঞ্চল চৌধুরী এবং পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা হয়েছেন নাসিরউদ্দিন খান (পরাণ)। খল চরিত্রে সেরা অভিনেতা হয়েছেন সুভাশিষ ভৌমিক (দেশান্তর)। কৌতুক চরিত্রে সেরা অভিনেতা/অভিনেত্রীর পুরস্কার জিতেছেন মো. সাইফুল ইমাম (অপেরাশেন সুন্দরবন)। এ ছাড়া টেকনিশিয়ান, সংগীতাঙ্গনসহ একাধিক ক্যাটাগরিতে নির্বাচিত করা হয়েছে বছরের সেরাদের। শিগগিরই আনুষ্ঠানিকভাবে সেরাদের হাতে তুলে দেওয়া হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন