দীর্ঘ জল্পনা-কল্পনার পর অবশেষে আসতে চলেছে হৃতিকের সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি ‘কৃষ’-এর চতুর্থ সিনেমা। হৃতিক রোশন তাঁর হিট সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি ‘কৃষ’-এর চতুর্থ কিস্তির চিত্রনাট্য চূড়ান্ত করেছেন। আগামী বছরের প্রথমার্ধে সিনেমাটির শুটিং শুরু করবেন তিনি।
একটি অভ্যন্তরীণ সূত্রের মতে, সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রাকেশ রোশন।
হৃতিক এটি বেশ গভীরভাবে পর্যবেক্ষণ ও যাচাই করে অবশেষে চূড়ান্ত করেছেন। সেই সূত্র জানিয়েছে, হৃতিক কৃষের চতুর্থ অংশের চিত্রনাট্য নিয়ে বেশ সচেতন ছিলেন। তিনি এর গল্প সম্পর্কে নিশ্চিত হতে চেয়েছিলেন। কারণ দীর্ঘ সময় পর গল্পটি পুনরুদ্ধার করা হয়েছে এবং হৃতিক এই গল্প নির্বাচনে ভুল করতে চান না।
সে জন্য তিনি স্ক্রিপ্টের মধ্যে বেশ কিছু পরিবর্তন এনেছেন।
সেই অভ্যন্তরীণ সূত্র আরো জানিয়েছে, ‘হৃতিক আগামী বছরের ফেব্রুয়ারি বা মার্চে সিনেমাটির শুটিং শুরু করতে প্রস্তুত। যেহেতু টাইম ফ্রেম সেট করা হয়েছে, হৃতিক প্রস্তুতি নিচ্ছেন। তিনি ফাইটারের শুটিং প্রায় গুটিয়ে ফেলেছেন এবং সম্পূর্ণভাবে কৃষ ৪-এ মনোনিবেশ করেছেন।
তিনি এই ভূমিকার জন্য নিজের ফিটনেস পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেন, যা সামাজিক মাধ্যমেও অনুরাগীরা দেখতে পাচ্ছেন।’
সিনেমাটির শুটিং লোকেশন সম্পর্কে সেই সূত্র জানায়, ‘নির্মাতারা আন্তর্জাতিক শুটিংয়ের জন্য স্কাউট করছেন। তারা অনেক জায়গা নির্ধারণ করে রেখেছে, তবে কোথায় সুবিধা পাবে তার ওপর ভিত্তি করে অবস্থান নির্ধারণ করবে। কিছু গুরুত্বপূর্ণ সিকুয়েন্সের জন্য সিঙ্গাপুরেও যেতে পারে।’
২০০৩ সালে রাকেশ রোশনের পরিচালনায় ‘কোই মিল গ্যায়া’ দিয়ে এই ফ্র্যাঞ্চাইজি শুরু হয়।
এরপর ২০০৬ সালে আসে কৃষ। সিনেমাটি দর্শকপ্রিয়তা পায়। এরপর ২০১৩ সালে আসে ‘কৃষ ৩’। সেটিও সুপারহিট তকমা পায় বক্স অফিসে। তার পর থেকেই ভক্তরা অপেক্ষায় রয়েছেন কৃষ-এর চতুর্থ কিস্তির জন্য।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন