অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশিদের জন্য সব ধরণের ভিসা বন্ধ করেছে ওমান। মঙ্গলবার দেশটির রয়্যাল ওমান পুলিশের বরাত দিয়ে ওমান অবজারভার এ তথ্য নিশ্চিত করেছে। এক বিবৃতিতে রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, এই সিদ্ধান্ত মঙ্গলবার থেকেই কার্যকর হবে।
বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল দেশের নাগরিকের জন্য ভিসা পরিবর্তন সেবা বন্ধ থাকবে। আর বাংলাদেশিদের জন্য নতুন সিদ্ধান্ত অনুযায়ী সব ক্যাটাগরির ভিসাই অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
ওমান
এক্ষেত্রে ভিসা নবায়নের সেবা কার্যক্রম আগের নিয়মেই চালু থাকবে, তবে ভিসা পরিবর্তনের ক্ষেত্রে পূর্বের মত ওমানে থেকেই এই সুবিধা নেয়া যাবেনা। কেউ ভিসা পরিবর্তন করতে চাইলে তাকে দেশে ফিরে পুনরায় নতুন ভিসার জন্য আবেদন করতে হবে। তবে বাংলাদেশিরা আপাতত নতুন ভিসার আবেদন করতে পারবেন না।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন