জন্মদিনে ভক্তদের জন্য দুটি চমক!

আর মাত্র কয়েক ঘণ্টা। রাত পোহালে বলিউড বাদশার জন্মদিন। তারপরেই প্রতি বছরের আপামর ভক্তকুলের হৃদয় ভাসিয়ে, দু বাহু প্রসারিত করে মান্নতের ব্যালকনিতে দাঁড়িয়ে পোজ দেবেন শাহরুখ খান। তাঁকে দেখে আবেগে আপ্লুত হবেন ভক্তরা।


২০২৩ সালটা তাঁর জন্য একেবারে আলাদা। বছরের শুরুতে মুক্তি পায় ‘পাঠান' তারপর ‘জওয়ান’। দু’টি সিনেমাই হিন্দি সিনেমার ইতিহাসে রেকর্ড করেছে। তাই বাদশার এবারের জন্মদিনও হবে অন্যরকম।

শাহরুখ ভক্তদের জন্য জন্মদিনে এবার দু’টি বিরাট সুখবর আছে বলে জানা গেছে।  

 


২১ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা ডাঙ্কির। আর সেই সিনেমার প্রথম ঝলক নাকি প্রকাশ্যে আসবে বৃহস্পতিবার (২ নভেম্বর) অর্থাৎ শাহরুখের জন্মদিনে। ডাঙ্কির মুক্তির তারিখ নিয়ে এমনিতেই নানা গুঞ্জন ছিল।

সাধারণ জনতার কথা বললে রাজকুমার হিরানির সঙ্গে শাহরুখ খানের সিনেমা - এটুকুই হলে দেখার আগ্রহ তৈরি করে দেওয়ার জন্য যথেষ্ট। শোনা যাচ্ছে একেবারে অন্যরকম লুকে দেখা যাবে বাদশাকে। 

 


এ তো গেল প্রথম সুখবর। আরেক সূত্রে জানা গেছে, শাহরুখ খানের জন্মদিনে ‘জওয়ান’ নেটফ্লিক্সে মুক্তি পাবে । অর্থাৎ ২ নভেম্বর নেটফ্লিক্সে শুরু হতে পারে ‘জওয়ান’ ছবির স্ট্রিমিং।

হতে পারে এটাও একটা চমক। 

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন