গাজায় নিহতের সংখ্যা ৮৮০০ ছুঁই ছুঁই, ধ্বংসস্তূপের নিচে ২ হাজার

অবরুদ্ধ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক আগ্রাসনে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে আট হাজার ৭৯৬ হয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা গাজা শহরে এক সংবাদ সম্মেলনে বলেন, নিহতদের মধ্যে তিন হাজার ৬৪৮ শিশু এবং দুই হাজার ২৯০ নারী। এ ছাড়া আহত হয়েছে ২২ হাজার ২১৯ জন।

আল-কুদরা জানান, গাজার ধ্বংসস্তূপের নিচে এখনো দুই হাজার ৩০ জন আটকা পড়ে আছে।

 

ইসরায়েলি হামলায় ১৩২ জন চিকিৎসক নিহত এবং ২৫টি অ্যাম্বুল্যান্স ধ্বংস হয়েছে বলেও মন্ত্রণালয় জানিয়েছে।

মুখপাত্রের মতে, ইসরায়েলি বাহিনী ৭ অক্টোবর থেকে গাজায় ৫৮টি স্বাস্থ্যসেবাকেন্দ্র লক্ষ্যবস্তু করেছে। তিনি বলেন, ‘ইসরায়েলি হামলা ও জ্বালানির ঘাটতির কারণে প্রায় ৫৮টি হাসপাতাল এবং ৩২টি প্রাথমিক চিকিৎসাকেন্দ্রকে পরিষেবা থেকে বাদ দেওয়া হয়েছে।’

গত সপ্তাহান্ত থেকে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় বিমান ও স্থল হামলাকে জোরদার করেছে।

৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নজিরবিহীন হামলার পর থেকে তেল আবিব অঞ্চলটিতে নিরলস বিমান হামলা চালাচ্ছে। হামাসের হামলায় প্রায় দেড় হাজার ইসরায়েলি নিহত হয়েছে।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন