জিবিনিউজ 24 ডেস্ক //
কখনো শোনা যায় তার মৃত্যু সংবাদ। কোথাও লেখা হয় তার বিবাহ বিচ্ছেদ পরবর্তী প্রেমকাহিনি। অথবা নতুন ছবির নায়কের সঙ্গেও বিশেষ সম্পর্ক! তিনি— মধুমিতা সরকার। যিনি সরাসরি ক্ষোভ প্রকাশ করলেন ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের কাছে।
তিনি বলেন, ছবিতে কাজ করা, সিনেমা নিয়ে পড়াশোনা— আমি এসবের মধ্যেই থাকি। কোনো পার্টিতে যাই না। নিজের মধ্যেই থাকি সবসময়। তাও একের পর এক আমাকে নিয়ে যা নয় তাই লেখা হচ্ছে। আমাকে কিছু জিজ্ঞাসাও করা হচ্ছে না!
মধুমিতা বলেন, আজ যদি ৩ জন বান্ধবীর সঙ্গেও বাইরে যাই, লোকে লিখে দেবে মধুমিতা শুধু মেয়েদের সঙ্গেই থাকেন! মিডিয়া নতুন করে প্রচারে নামবে।
তবে তিনি যাই বলুন, সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা তার ভক্তকুল তাদের প্রিয় অভিনেত্রীর জন্মদিন উদ্যাপন করেছেন ৩০ মিনিটের একটি ভিডিও উপহার দিয়ে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে কেউ মধুমিতার হয়ে কেক কাটছেন। কেউ দেওয়ালে মধুমিতার নাম লিখে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন।
একজন অভিনেত্রীর জন্য ভক্তদের প্রচেষ্টায় এমন ভিডিও খুব বেশি চোখে পড়ে না। মধুমিতা নিজেও অবশ্য ভিডিও এডিটিংয়ের কাজ করতে ভালবাসেন। লকডাউনে সব ভিডিওই নিজে এডিট করে পোস্ট করেছিলেন তিনি। কিন্তু ইদানীং মধুমিতা খানিক ক্ষুণ্ণ।
মিডিয়ার ‘একপেশে ভিত্তিহীন প্রচার’ তার ওপর মানসিক চাপ তৈরি করছে বলে বক্তব্য তার। এখনও তাকে লোকে ‘বোঝে না সে বোঝে না’র ‘পাখি’ বলেই জানে। সেই ‘কেয়ার করি না’ থেকেই দর্শকের মন জয় করেছেন তিনি। ‘কুসুমদোলা’র ইমনকে নিয়ে লোকে এখনও পাগল।
কিন্তু মধুমিতার বক্তব্য, একজন অভিনেত্রী সারা জীবনই কি ‘পাখি’ বা ‘ইমন’ হয়ে থেকে যাবে! শাড়ি, সালোয়ার কামিজ, সাধারণ মেয়ে— এভাবেই থেকে যাবে! তা কি হয়? সে তো নিজেকে ভাঙবে!
সেই ভাঙা শুরু প্রতীম ডি দাশগুপ্তর ‘লাভ আজ কাল পরশু’ থেকে। সদ্য শেষ করলেন মৈনাক ভৌমিকের ছবি ‘চিনি’। পুজোর পরেই শুরু হবে হইচই সিরিজে ‘দেবদাস ও একটি খুনের গল্প’। মধুমিতা আর অর্জুন আবার একসঙ্গে।
সেই প্রসঙ্গ তুলতেই তিনি বলেন, এই তো, পুজোর পর এক্কেবারেই কাজের সূত্রে এক ব্যক্তির সঙ্গে ব্রেকফাস্ট করতে গেলাম। ওমা! মিডিয়া লিখে দিলো, আমি তার সঙ্গে প্রেম করছি। আমাকে একবার জিজ্ঞাসা অবধি করল না!”
যদিও মিডিয়া বা ইন্ডাস্ট্রির শোরগোলকে পাত্তা দেন না মধুমিতা। আপাতত গিটারে সুর তুলে মন শান্ত করছেন। বললেন, “যতই ক্ষত থাকুক। পাখি তো ডানা মেলে উড়বেই।” ‘পাখি’ এখন তার ইচ্ছেমতো ডানা মেলার আকাশই খুঁজে বেড়াচ্ছে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন