ফের জুটি বাঁধছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা

টলিউডে কালজয়ী জুটি উত্তম-সূচিত্রার পড়েই যে জুটির কথা আসে, সেটি প্রসেনজিৎ-ঋতুপর্ণা। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে এই জুটি উপহার দিয়েছেন অসংখ্য হিট চলচ্চিত্র। নব্বইয়ের দশক পরবর্তী এই জুটি টলিউডের বক্স অফিস দাঁপিয়ে বেড়িয়েছে রীতিমতো। একে একে ৪৯টি সিনেমায় জুটি বেঁধে কাজ করেছেন দুজন।

এবার পঞ্চাশতম সিনেমার পালা। 

 

ঘোষণা আগেই হয়েছিল। পুজো শেষ হতেই শুরু হয়ে গেল প্রস্তুতি। আর সেই ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিলেন খোদ প্রসেনজিৎ।

কৌশিকের পরিচালনায় ফের কাজ করতে চলেছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা। নতুন সিনেমারি প্রস্তুতির ছবি পোস্ট করে প্রসেনজিৎ সামাজিক মাধ্যমে লিখেছেন, “নতুন কাজ, নতুন টিম, পুরনো বন্ধু।” সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় তৈরি হচ্ছে নতুন এই ছবি। খুব শিগগিরিই ছবির শুটিং শুরু হয়ে যাবে, এমনটাই আশা অভিনেতার।

 

1

প্রসেনজিৎ-ঋতুপর্ণা

নয়ের দশকের মাঝামাঝি প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির সফর শুরু হয়। প্রথম ছবিই ছিল সুপারহিট। তার পর একে একে ‘মায়ার বাঁধন’, ‘বাবা কেন চাকর’, ‘স্বামীর ঘর’, ‘মনের মানুষ’-এর মতো সিনেমার দর্শকদের উপহার দিয়েছেন দুজনে। তবে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমার মুক্তির পর বহুদিন একসঙ্গে কাজ করেননি ঋতুপর্ণা আর প্রসেনজিৎ। কিন্তু দুজনের জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি।

তার প্রমাণ ছিল নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘প্রাক্তন’।

 

২০১৬ সালে মুক্তি পায় ‘প্রাক্তন’। আবারও সুপারহিট প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির অনস্ক্রিন রসায়ন। এই জুটিকে নিয়েই আবার কৌশিক গঙ্গোপাধ্যায় তৈরি করেছিলেন ‘দৃষ্টিকোণ’। আলাদা গল্প, আলাদা চরিত্র। কিন্তু প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির ম্যাজিক ছিল অক্ষুন্ন। তাতে আবার বাড়তি পাওনা ছিল কৌশিকের পরিচালনা। এই তিন মূর্তিই এবার দর্শকের দরবারে নতুন গল্প নিয়ে আসছেন।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন