ভারতের ছত্তিশগড় রাজ্যে বিজেপির হয়ে নির্বাচনী প্রচারে গিয়ে রেশন নিয়ে বড় ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি দেশজুড়ে বিনা মূল্যে রেশন সরবরাহের মেয়াদ আরো পাঁচ বছর বৃদ্ধি করার কথা বলেছেন। এর ফলে দেশটির ৮০ কোটির বেশি মানুষ আগামী পাঁচ বছর কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বিনা মূল্যে রেশনের খাদ্যসামগ্রী পাবে। কিন্তু নির্বাচনী প্রচারে গিয়ে এই সরকারি সিদ্ধান্তের ঘোষণায় অসন্তুষ্ট বিরোধীরা।
তৃণমূলের রাজ্যসভার সংসদ সদস্য সাকেত গোখলে এ বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন তিনি।
টুইটারে একটি পোস্ট করে সাকেত লিখেছেন, ‘নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ভোটের মুখে কোনো মন্ত্রী এ ধরনের ঘোষণা দিতে পারেন না। ভোটাররা এতে প্রভাবিত হন।
বিনা মূল্যে রেশন সরবরাহের মেয়াদ বৃদ্ধি জরুরি কোনো ঘোষণা নয়। কেন্দ্রের এই সিদ্ধান্তের কথা প্রধানমন্ত্রী পরেও জানাতে পারতেন। কিন্তু তিনি নির্বাচনী প্রচারে গিয়েই এ কথা ঘোষণা দিয়েছেন।’
সাকেত আরো লেখেন, ‘আমি নির্বাচন কমিশনে এ বিষয়ে অভিযোগ দায়ের করেছি।
পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের আগে ভোটারদের প্রভাবিত করার জন্য প্রধানমন্ত্রীর এই ব্যাকুলতার বিরুদ্ধে আমি দ্রুত পদক্ষেপের আরজি জানিয়েছি কমিশনের কাছে।’
নিজের পোস্টে কমিশনে পাঠানো অভিযোগপত্রটির ছবিও শেয়ার করেছেন সাকেত। সেখানে তিনি কমিশনের নিয়ম উদ্ধৃত করে দেখিয়েছেন, ভোটের দিন ঘোষণা হয়ে যাওয়ার পর থেকে কোনো মন্ত্রী বা প্রশাসনিক কর্মকর্তা ভোটারদের অর্থনৈতিক সাহায্যের প্রতিশ্রুতি দিতে পারেন না।
শনিবার ভোটের প্রচার করতে ছত্তিশগড় গিয়েছিলেন মোদি। সেখানে দুর্গ এলাকার একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি, বিজেপি সরকার দেশের ৮০ কোটির বেশি দরিদ্র মানুষকে বিনা মূল্যে রেশন দেওয়ার প্রকল্প আরো পাঁচ বছর বাড়িয়ে দেবে।
মানুষের ভালোবাসা ও আশীর্বাদ সব সময় আমাকে পবিত্র সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেয়।’
প্রসঙ্গত, ২০২০ সালে করোনা মহামারির সময় ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা (পিএমজিকেএওয়াই)’ প্রকল্প চালু করা হয়েছিল। যার অধীনে সরকার দেশবাসীকে পাঁচ কেজি পর্যন্ত খাদ্যশস্য বিনা মূল্যে সরবরাহ করার ঘোষণা দিয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রকল্পের মেয়াদ বৃদ্ধি পেয়েছে। শনিবার সেই মেয়াদই আরো একবার বৃদ্ধি করার কথা বলেন প্রধানমন্ত্রী। ছত্তিশগড়ে দুই দফায় বিধানসভা নির্বাচন হবে। প্রথম দফার ভোট আগামী ৭ নভেম্বর। অনেকের মতে, বিধানসভার পাশাপাশি ২০২৪ সালের লোকসভা নির্বাচনের কথাও মাথায় রেখে মোদি পাঁচ বছর বিনা মূল্যে রেশনের ঘোষণা দিয়েছেন।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন