গাজায় হামলা বন্ধে বাইডেনের হস্তক্ষেপ চেয়ে তারকাদের চিঠি

৭ অক্টোবর থেকে হঠাৎ করেই শুরু হয়েছে ইসরায়েল-ফিলিস্তিনি সহিংসতা। ইসরায়েলে হামাসের হামলা এবং এর জবাবে গাজায় ইসরায়েলের লাগাতার পাল্টা হামলার ঘটনায় উত্তপ্ত গোটা বিশ্ব। হামাসকে নিশ্চিহ্ন করতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে নিহত হচ্ছে হাজার হাজার বেসামরিক নাগরিক।

ফলে উত্তাল মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্ব। ফিলিস্তিনিদের পক্ষে বিভিন্ন দেশে বিক্ষোভের জোয়ার বয়ে যাচ্ছে। সকল শ্রেণি-পেশার মানুষ তীব্র নিন্দা জানিয়ে এই সহিংসতা বন্ধের আহ্বান জানাচ্ছে ইসরায়েলকে। 

 

চলমান ইসরায়েল-ফিলিস্তিন সহিংসতায় মুখ খুলেছেন তারকারাও।

বিশ্বব্যাপী তারকারা একের পর এক নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। কেউ কেউ আবার ইসরায়েলের পক্ষেও কথা বলেছেন। তবে বেশির ভাগ তারকাই ফিলিস্তিন ও গাজার নিরীহ নাগরিকদের পাশে দাঁড়িয়েছেন। যার মধ্যে অ্যাঞ্জেলিনা জোলি, সেলেনা গোমেজ, হোয়াকিন ফিনিক্স থেকে শুরু করে বেন অ্যাফ্লেকের মতো বৈশ্বিক তারকাও রয়েছেন।

তবে শুধু সামাজিক মাধ্যমে প্রতিবাদ করেই নীরব থাকেননি তাঁরা, এবার সরাসরি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছেও আরজি জানালেন হলিউড তারকারা। 

 

তারকাদের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্টের নিকট খোলা চিঠি প্রেরণ করা হয়েছে। এতে লেখা ছিল, “প্রিয় রাষ্ট্রপতি বাইডেন, আমরা শিল্পী এবং উকিল হিসেবে একত্র হয়েছি আজ। ইসরায়েল ও ফিলিস্তিনে বিধ্বংসী প্রাণহানি এবং ভয়াবহতার সাক্ষী হয়েছি আমরা। তাই আমরা অনুরোধ করছি, আরেকটি প্রাণ হারানোর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে আপনি এবং মার্কিন কংগ্রেস গাজা ও ইসরায়েলে অবিলম্বে ডি-এস্কেলেশন এবং যুদ্ধবিরতির আহ্বান জানান।

গত দেড় সপ্তাহে পাঁচ হাজারেরও বেশি লোক নিহত হয়েছে, যে সংখ্যাটি যেকোনো বিবেকবান মানুষের জন্য বিপর্যয়কর। আমরা বিশ্বাস করি যে ‘বিশ্বাস বা জাতিগতভাবে’ সমস্ত জীবন পবিত্র। আমরা ফিলিস্তিনি ও ইসরায়েলি বেসামরিক নাগরিকদের হত্যার নিন্দা জানাই।”

 

সেলেনা, বেলা হাদিদ ও জিজি হাদিদ ছাড়াও মার্কিন রাষ্ট্রপতির কাছে খোলা চিঠি পাঠানোর এই তালিকায় রয়েছেন আনুশকা শঙ্কর, বেন অ্যাফ্লেক, ব্র্যাডলি কুপার, চ্যানিং টাটাম, ড্রেক, ডুয়া লিপা, হোয়াকিন ফিনিক্স, জো অ্যালউইন, ক্রিস্টেন স্টুয়ার্ট, মাইকেল মুর ও সারা জোনসের মতো জনপ্রিয় তারকা।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন