ব্রাজিলের অন্যতম শীর্ষ ক্লাব। ঘরোয়া প্রায় সব শিরোপাই তারা জিতেছে। কিন্তু মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর কোপা লিবার্তাদোরেসই এত দিন অধরা হয়ে ছিল ফ্লুমিনেন্সের। গতকাল রাতে সেই অপূর্ণতাও ফুরিয়েছে তাদের।
আর্জেন্টিনার জায়ান্ট বোকা জুনিয়র্সকে ফাইনালে ২-১ গোলে হারিয়ে দক্ষিণ আমেরিকার নতুন চ্যাম্পিয়ন এখন ফ্লুমিনেন্স।
ব্রাজিলের মারাকানায় হওয়া ফাইনালে শুরুতে এগিয়ে গিয়েছিল ফ্লমিনেন্সই। ৩৬ মিনিটে জার্মান কানো ফাইনালের প্রথম গোলটি করেন। তবে দ্বিতীয়ার্ধেই সমতায় ফেরে বোকা লুইস আদভিনকোলার গোলে।
এই ম্যাচে শেষ পর্যন্ত নায়ক হয়েছেন ফ্লুমিনেন্সের জন কেনেডি। ৮০ মিনিটে বদলি নামা এই তরুণ ফরোয়ার্ডের অতিরিক্ত সময়ের গোলেই জিতেছে ব্রাজিলিয়ান ক্লাবটি।
নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর ৩০ মিনিট অতিরিক্ত সময়ের প্রথমার্ধেই ব্যবধান গড়ে দিয়েছেন তিনি। সাতবারের চ্যাম্পিয়ন বোকা ফাইনালে উঠে হেরেছে এই প্রথমবারের মতো।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন