প্রেম করেই বিয়ে করেছিলেন। তারকাদের মধ্যে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় জুটি ছিলেন দুজন। তারপর হঠাৎ করে সবাইকে চমকে দিয়ে বিচ্ছেদের পথ বেছে নেন দক্ষিণের জনপ্রিয় তারকা জুটি নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। বিচ্ছেদের পর যদিও দুজন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন।
তবে সাম্প্রতিক সময়ে নাগা চৈতন্য নতুন সম্পর্কে জড়ানোর পর সামান্থার শরীরে নাগা চেতন্যকে উৎসর্গ করে আঁকা ট্যাটু মুছে ফেলা নিয়ে ভক্তদের মাঝে বেশ আলোচনার সৃষ্টি হয়।
ইনস্টাগ্রামে সামান্থা রুথ প্রভুর সর্বশেষ পোস্টটি তার ভক্তদের মনোযোগ আকর্ষণ করেছে, যেখানে অভিনেত্রীর শরীরে সাবেক স্বামী নাগা চৈতন্যের সেই ‘চ্যা’ ট্যাটুটি দেখা যাচ্ছে। চ্যা হচ্ছে নাগার ডাকনাম। এর আগে অভিনেত্রীর প্রাক্তনকে উৎসর্গ করা ট্যাটুটি সরানোর বিষয়ে গুজব ছড়িয়েছিল।
কিন্তু তার সর্বশেষ ছবিগুলো প্রমাণ করে যে তিনি এখনো ট্যাটুটি সরাননি।
রবিবার (৫ নভেম্বর) সামান্থা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নতুন কিছু ছবির একটি কোলাজ পোস্ট করেছেন। ছবিতে তাকে ক্রপ টপ, ডেনিম জ্যাকেট ও জিন্স পরিহিত দেখা গেছে। ক্যামেরার জন্য পোজ দেওয়ার সময় চোখে সানগ্লাস ছিল অভিনেত্রীর।
ছবিগুলোর একটিতে তার পাঁজরে আঁকা নাগার নামের সেই ট্যাটু দেখা গেছে।
এদিকে সামান্থার ট্যাটু দেখে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানাচ্ছেন তার অনুরাগীরাও। কেউ কেউ বলছেন, ‘নাগার ট্যাটু এখনো রয়েছে। কে বলেছে সে এটা সরিয়ে দিয়েছে?’ কেউ লিখেছেন, ‘ট্যাটু ফিরে এসেছে।’ কেউ বা নাগাকে উল্লেখ করে লিখছেন, ‘ট্যাটু এখনো বিদ্যমান।
তাহলে কি নাগাও ফিরছেন সামান্থার জীবনে?’
২০২১ সালে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন এই জুটি। এর পর থেকেই নিজের কাজ নিয়ে ব্যস্ত সামান্থা। সেই সঙ্গে লড়াই করছেন বিরল এক রোগের সঙ্গে। চিকিৎসাও চলছে অভিনেত্রীর। অন্যদিকে সামান্থার সঙ্গে বিচ্ছেদের পর নাগা চৈতন্যের নাম জড়ায় বলিউড অভিনেত্রী সবিতা ধোলাপিয়ার সঙ্গে। দুজনের ডেটিংয়ের খবরও উঠে আসে একাধিক প্রতিবেদনে। এ প্রসঙ্গে অবশ্য কোনো মন্তব্য করেননি সামান্থা। এর আগেও তিনি জানিয়েছিলেন, নাগা এবং তার বিচ্ছেদ হলেও দুজনের মধ্যে বন্ধুত্ব অটুট রয়েছে। তারা একে অপরের ভালো বন্ধু। তবে সাম্প্রতিক সময়ে বেশ কিছু প্রতিবেদনে উঠে এসেছে, সাবেক এই জুটি ফের একে অপরের কাছে আসছেন। এই মুহূর্তে সামান্থার শরীরে নাগার সেই ট্যাটুও ভিন্ন কিছুই নির্দেশ করছে!
যদিও দুজনের এক ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, ‘নাগা এবং সামান্তার এক হওয়ার তেমন সুযোগ নেই। উভয়েই ভালো বন্ধু হিসেবে যোগাযোগ রাখছেন এবং তাদের পরিবারও উভয়ের এক হওয়ার বিষয়ে কোনো হস্তক্ষেপ করছে না। তারা নিজ নিজ কাজেই ব্যস্ত।’
সামান্থাকে সামনে দেখা যাবে বরুণ ধাওয়ানের সঙ্গে ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণে। অপরদিকে নাগা চৈতন্যকে দেখা যাবে চান্দু মন্ডেটির পরিচালিত সিনেমায়। এখনো শিরোনাম ঠিক না হওয়া সিনেমাটিতে নাগার সঙ্গে অভিনয় করবেন সাই পল্লবী।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন