সব জিম্মি না ফেরা পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি সম্ভব না : নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রবিবার গাজায় যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করে বলেছেন, আগে ৭ অক্টোবরের হামলায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে জিম্মি হওয়া ২৪০ জনেরও বেশি মানুষকে ফিরে আসতে হবে।

নেতানিয়াহু দক্ষিণ ইসরায়েলের র‍্যামন বিমানঘাঁটিতে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে বিমান ও স্থল ক্রুদের বলেন, ‘আমাদের জিম্মিদের প্রত্যাবর্তন ছাড়া কোনো যুদ্ধবিরতি হবে না। আমরা আমাদের শত্রু ও আমাদের বন্ধু—উভয়কেই এটি বলি। আমরা তাদের (হামাস) পরাজিত না করা পর্যন্ত (যুদ্ধ) চালিয়ে যাব।

 

৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় প্রায় এক হাজার ৪০০ মানুষ নিহত হলে ইসরায়েল ও গাজার মধ্যে যুদ্ধ শুরু হয়। হামলার সময় হামাস ২৪২ জনকে জিম্মি করে ইসরায়েল থেকে গাজায় নিয়ে গিয়েছিল। অন্যদিকে গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, চলমান যুদ্ধে ফিলিস্তিনি নিহতের সংখ্যা প্রায় ৯ হাজার ৮০০। এ ছাড়া অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা ও ইসরায়েলি অভিযানে ১৪০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

 

এদিকে যুক্তরাষ্ট্র, মিসর, ইসরায়েল ও হামাসের সঙ্গে মধ্যস্থতাকারী কাতারের মধ্যে একটি আপাত চুক্তির অধীনে বুধবার থেকে প্রায় এক হাজার ১০০ জন রাফাহ ক্রসিং দিয়ে গাজা উপত্যকা ত্যাগ করেছে।

সূত্র : আল অ্যারাবিয়া

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন