মসজিদ-ই-নববী জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রবিবার সৌদি আরবের মদিনায় মসজিদ-ই-নববীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেছেন। 

মসজিদ-ই-নববীতে আসরের নামাজ আদায় ও ফাতেহা পাঠ করেন তিনি। এ ছাড়া বাংলাদেশিদের পাশাপাশি পুরো মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনা করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর ছোট বোন শেখ রেহানা।

 

এর আগে জেদ্দায় অনুষ্ঠেয় ‘ইসলামে নারী’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে স্থানীয় সময় গতকাল দুপুর ১টা ২০ মিনিটে সৌদি আরবের মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন প্রধানমন্ত্রী। মুসলিম দেশগুলোর জোটের (ওআইসি) সদর দপ্তরের সমন্বয়ে সৌদি আরব ৬ থেকে ৮ নভেম্বর এই সম্মেলনের আয়োজন করছে।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম বলেছেন, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইট গতকাল সকাল ৯টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

মসজিদ-ই-নববীতে মহানবীর রওজা মোবারক জিয়ারত ও আসর নামাজ আদায়ের পর জেদ্দার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন