বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ত্রিধা চৌধুরী

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অভিনেত্রী ত্রিধা চৌধুরী। সম্প্রতি হিন্দি ওয়েব সিরিজ ‘আশ্রম’-এ অভিনয়ের জন্য সর্বাধিক জনপ্রিয়তা পান তিনি। কলকাতার মেয়ে হলেও মুম্বাইয়ে এখন তাঁর বসবাস। কিন্তু তাঁর হৃদয় এখনো কলকাতায়।

একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি খোলামেলাভাবে কলকাতায় ফিরে আসার পরিকল্পনা, তাঁর আসন্ন দীপাবলি উদযাপন এবং বিয়ের ঘোষণা নিয়ে আলোচনা করেছেন। যা তাঁর ভক্তদেরও রোমাঞ্চিত করে তুলেছে। 

 

সাক্ষাৎকারে ত্রিধা তাঁর বিয়ের প্রসঙ্গে বলেছেন, ‘আমি ইন্ডাস্ট্রির কাউকে দেখেছি; কিন্তু আমরা দুজনেই কিছু জিনিস গোপন রাখতে বিশ্বাস করি। আমি আমার সম্পর্কের বিষয়ে খুব বেশি কিছু প্রকাশ করতে পারি না।

তবে আমি যা বলতে পারি তা হলো আমরা দুজনেই ভালো জায়গায় আছি এবং আমরা পরের বছর গুরুদ্বারে বিয়ে করার পরিকল্পনা করছি।’

 

1

‘আশ্রম’ ওয়েব সিরিজে ত্রিধা চৌধুরী

কলকাতায় নিজ বাড়িতে দীপাবলি উদযাপন সম্পর্কে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, তিনি দীপাবলির জন্য তাঁর ঘর সাজাতে শুরু করেছেন এবং ইতিমধ্যে উপহারও বিতরণ করছেন। অভিনেত্রী জানান যে এটি তাঁর প্রিয় উৎসবগুলোর মধ্যে একটি। যদিও ত্রিধা দীপাবলির আলোর উৎসব উদযাপন করতে দিল্লিতে থাকবেন এবং তাঁকে দেওয়া বিশেষ কারো উপহার এমব্রয়ডারি কাজের শাড়ি পরারও পরিকল্পনা রয়েছে অভিনেত্রীর।

 

কলকাতার প্রতি নিজের ভালোবাসা জানিয়ে ত্রিধা বলেন, তিনি বিশ্বের বিভিন্ন কোণে ঘুরতে খুব পছন্দ করেন। তবে কলকাতার মতো কোনো জায়গা নেই। এখন যেহেতু তিনি মুম্বাইয়ে থাকেন তাই তিনি বুঝতে পেরেছেন যে কলকাতার সরলতা আর কোথাও পাওয়া যাবে না। কলকাতায় লোকেরা সবার চেয়ে আলাদা।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন