ভারী বৃষ্টিপাত ও বন্যায় দক্ষিণ কোরিয়ায় ৩০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ১২ জন।
রোববার (৯ আগস্ট) কেন্দ্রীয় বিপর্যয় ও সুরক্ষা সংস্থার হেডকোয়ার্টারের বরাত দিয়ে ইয়োনহোপ নিউজ এজেন্সি জানিয়েছে, দূর্যোগের কারণে বিভিন্ন দুর্ঘটনায় কমপক্ষে আটজন আহত হয়েছে। রোববার আরও ৬ হাজারের মতো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
১১টি প্রদেশ ও শহরের ৫ হাজার ৯শ'র বেশি মানুষ তাদের বাড়ি-ঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে। এর মধ্যে প্রায় ৪ হাজার ৬শ জন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।
বৃষ্টি-বন্যায় প্রায় ৯ হাজার তিনশো হেক্টর কৃষি জমির ফসল নষ্ট হয়েছে। শুক্রবার ভূমিধসের ঘটনায় পাঁচটি বাড়ি মাটির নিচে চাপা পড়েছে। এতে পাঁচজন নিহত হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে আরও তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
গুয়াংজু বিমানবন্দরে ১২টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। দূর্যোগের বিষয়ে লোকজনকে সতর্ক করা হয়েছে।
এদিকে, দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলের দিকে এগিয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় জাংমি। চলতি বছরের ৫ম ঘূর্ণিঝড় এটি। ঘূর্ণিঝড়ের প্রভাবে আরও বেশি বৃষ্টি এবং বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন