গ্যাসের লাইনে ফাটল: সিলেট-তামাবিল সড়কে যান চলাচল বন্ধ

সিলেট নগরের মেজরটিলায় পাইপ লাইন ফেটে গীস উদগীরণ হওয়ায় প্রায় দুই ঘন্টা সিলেট-তামাবিল সড়কে যান চলাচল বন্ধ ছিলো। এ ঘটনায় সিলেটের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহও বন্ধ রয়েছে।

রোববার বেলা ৩টার দিকে মেজরটিলায় রাস্তার পাশে সিলেট সিটি করপোরেশনের পানির লাইনের কাজ করার সময় এক্সেভেটরের আঘাতে গ্যাস সঞ্চালনের পাইপ ফেটে যায়। পাইপ ফেটে প্রবল বেগে গ্যাস বের হওয়ায় সিলেট-তামাবিল সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়।

পরে বিকাল সোয়া ৫টার দিকে চলাচল স্বাভাবিক হয়।

সিসিকের শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, মেজরটিলা বাজারে পানির পাইপ স্থাপনের কাজ করা হচ্ছে। বিকাল সোয়া ৩টার দিকে মাটি কাটার মেশিনের (এক্সেভেটর) আঘাতে গ্যাসের পাইপ ফেটে গিয়ে প্রবল বেগে গ্যাস বের হতে থাকে। মুহুর্তে আতঙ্ক ছড়িয়ে বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে।

জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল)-এর কর্মকর্তা-কর্মচারী ঘটনাস্থলে ছুটে এসে বাঁশ দিয়ে সিলেট-তামাবিল সড়কে যান চলাচল বন্ধ করেন। পরে পৌনে ৫টার দিকে পাইপের গ্যাস সঞ্চালন বন্ধ করা হয়।

এদিকে, এ ঘটনার পর বিকাল থেকে বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। পাইপ লাইন মেরামত করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে আজ পুরো রাতও লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সিলেট-তামাবিল সড়কের পাশ দিয়ে যাওয়া গ্যাস সঞ্চালন লাইন ব্ন্ধ রাখায় মহানগরের খাদিম, টিলাগড়, মিরাবাজার, শিবগঞ্জ, সাদিপুর, সেনপাড়া, বালুচর, মেজরটিলা, খারপাড়া, মিরাপাড়া ও টুলটিকর এলাকায় বিকাল পৌনে ৫টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন