নিউইয়র্কে বাংলাদেশি বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ’র সদ্য সমাপ্ত নির্বাচনের ফলাফল নিয়ে ‘মিসবাহ-অপু’ প্যানেলের মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে ‘মান্নান-জুয়েল’ পরিষদের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৬ নভেম্বর ওজনপার্কের মদিনা পার্টি হলের প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ‘মিসবাহ-অপু’ পরিষদ রাজি থাকলে ‘মান্নান-জুয়েল’ পরিষদ পুন:নির্বাচনে যেতেও রাজি আছে। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
‘মান্নান-জুয়েল’ প্যানেল নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক গৌছ উদ্দিন খানের সভাপতিত্বে এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ইফজাল আহমেদের পরিচালনায় ওই সমাবেশে বক্তব্য রাখেন নির্বাচিত সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান, নির্বাচিত কোষাধ্যক্ষ আব্দুল হান্নান দুখু, সাংগঠনিক সম্পাদক আবু তৈয়ব মোহাম্মদ তালহা, উপদেষ্টা বুরহান উদ্দিন কফিল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোস্তফা অনিক রাজ, সোনার বলাই প্রমুখ। বিপুল সংখ্যক বিয়ানীবাজারবাসী ও কমিউনিটি নের্তৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়।
সভায় বক্তারা বলেন, ঐতিহ্যবাহী বাংলাদেশি বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ সকল প্রবাসী বিয়ানীবাজারবাসীর। গত ২২ অক্টোবর রোববার অনুষ্ঠিত নির্বাচনে ভোটের মাধ্যমে বিয়ানীবাজারবাসী যে রায় দিয়েছে ‘মান্নান-জুয়েল’ প্যানেল তা মেনে নিয়েছে। কিন্তু নির্বাচনের ফলাফল নিয়ে ‘মিসবাহ-অপু’ প্যানেল মিথ্যাচার ও অপপ্রচারে নেমেছে। তারা নির্বাচন কমিশনকে বিতর্কিত করে এ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত। ঐক্যবদ্ধ বিয়ানীবাজার সমিতির ঐক্য বিনষ্ট করতে ততপর রয়েছে মহলটি।
বক্তারা বলেন, ‘মিসবাহ-অপু’ প্যানেল যদি নির্বাচনী ফলাফল না মেনে পুন:নির্বাচন চায় তাহলে ‘মান্নান-জুয়েল’ পরিষদও পুন:নির্বাচনে যেতে রাজি আছে।
সভায় বক্তারা বলেন, কোন সংগঠনে নেতৃত্ব প্রদানের জন্য যে ধরণের যোগ্যতা ও অভিজ্ঞতা প্রয়োজন ‘মান্নান-জুয়েল’ প্যানেলের প্রত্যেক প্রার্থীরই তা রয়েছে। ‘মান্নান-জুয়েল’ প্যানেলের নির্বাচিত সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান অত্যন্ত বিনয়ী, ভদ্র এবং একজন দানবীর। সমাজ সেবায় তার অনন্য দৃষ্টান্ত রয়েছে। এছাড়া ‘মান্নান-জুয়েল’ প্যানেলের প্রত্যেক প্রার্থীরই কমিউনিটির সেবা করার ও নেতৃত্ব প্রদানের জন্য যে ধরণের যোগ্যতা ও অভিজ্ঞতা প্রয়োজন তা রয়েছে। সব প্রার্থীই স্ব স্ব ক্ষেত্রে যোগ্য ও অভিজ্ঞতাসম্পন্ন। বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, পুন:নির্বাচন হলে যোগ্যতা ও সততা সহ সার্বিক বিবেচনায় ‘মান্নান-জুয়েল’ প্যানেলের সব প্রার্থীকেই বিজয়ী করবে বিয়ানীবাজারবাসী।
‘মান্নান-জুয়েল’ প্যানেলের নির্বাচিত ও বর্তমান সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান সবাইকে নিয়ে সমিতিকে আরো সুন্দর ও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাস্কৃতিক সমিতি ইউএসএ’র নির্বাচন গত ২২ অক্টোবর রোববার অনুষ্ঠিত হয়। ১৯ সদস্যের কার্যকরি পরিষদের নির্বাচনে সভাপতি, সহ সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয় মান্নান-জুয়েল পরিষদ। সাধারণ সম্পাদক সহ ১৬টি পদে বিজয়ী হন মিসবাহ-অপু প্যানেলের প্রার্থীরা। এ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মান্নান-জুয়েল প্যানেলের সভাপতি প্রার্থী মোহাম্মদ আব্দুল মান্নান। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হন মিসবাহ-অপু প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী রেজাউল আলম অপু।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন