শাহরুখ খানের সঙ্গে কাজ করতে চান মার্ভেলের পরিচালক

শাহরুখ খান এমন একটি নাম, যার বিশ্বজুড়ে রয়েছে অগণিত ভক্ত-অনুরাগী। শুধু অনুরাগীই নয়, অসংখ্য তারকা ও নির্মাতাও শাহরুখ খানের ভক্ত। হলিউডেও এই সংখ্যাটা কম নয়। অনেকেই শাহরুখ খানের সঙ্গে কাজ করার ইচ্ছা রাখেন।

তাদেরই একজন মার্ভেল পরিচালক নিয়া ডাকোস্টা। সম্প্রতি এই পরিচালক শাহরুখ খানের সঙ্গে কাজ করার ইচ্ছা পোষণ করেছেন।

 

‘ক্যাপ্টেন মার্ভেল’-এর সাফল্যের রেশ ধরে নির্মিত হচ্ছে সিনেমাটির সিক্যুয়েল ‘দ্য মার্ভেলস’। আসন্ন এই সিনেমাটির ট্রেলার দেখে দর্শকরা বিপুল আগ্রহে অপেক্ষা করছে।

তা ছাড়া বিলিয়ন ডলার বাজেটের সিনেমাটিতে অস্কারজয়ী ব্রি লারসন (ক্যারল ড্যানভার্স ওরফে ক্যাপ্টেন মার্ভেল) নতুন চমকে সুপারহিরো অবতারে হাজির হতে যাচ্ছেন। পাশাপাশি প্রথমবারের মতো তিনজন নারী সুপারহিরো থাকছেন এক চলচ্চিত্রে। সিনেমাটির গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে যুক্ত হয়েছেন কমলা খান ওরফে মিসেস মার্ভেল (ইমান ভেলানি) ও ক্যাপ্টেন মনিকা রামবেউ (তেয়োনাহ প্যারিস)। সিনেমাটিতে এই তিন সুপার পাওয়ার ত্রয়ীকে দলবদ্ধ হয়ে বিশ্বকে বাঁচাতে দেখবেন দর্শকরা।

 

1

‘দ্য মার্ভেলস’

সিনেমাটির পরিচালক নিয়া ডাকোস্টা শাহরুখ খানের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। সম্প্রতি নিউজ ১৮-এর সঙ্গে একান্ত আলাপচারিতায় পরিচালক নিয়া ডাকোস্টা জানিয়েছেন, ভারতে দীপাবলি উপলক্ষে তার মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স চলচ্চিত্র, ‘দ্য মার্ভেলস’ মুক্তি পাচ্ছে। চলচ্চিত্রের মুক্তির আগে একান্ত কথোপকথনে তিনি বলিউড সম্পর্কেও কথা বলেছেন।

কথোপকথনে ডাকোস্টাকে প্রশ্ন করা হয়, ‘তিনি যদি বলিউডের কোনো তারকার সাথে কাজ করার সুযোগ পান, তাহলে কার সঙ্গে করতে চাইবেন?’ উত্তরে ডাকোস্টা কোনো ভাবনা ছাড়াই শাহরুখ খানের নাম বলেন। তিনি বলেন, ‘শাহরুখ খান একজন কিংবদন্তি, তাই না? যে কেউ তার সঙ্গে কাজ করতে চাইবে।

’পরিচালককে আরো জিজ্ঞেস করা হয়, ফারহান আখতারকে মিস মার্ভেলের বোর্ডে আনার মতো এই সিনেমায় বলিউড তারকাকে অভিনয় করানোর কথা কখনো তার মনে এসেছে কি না! উত্তরে ডাকোস্টা জানান, নির্মাণের সময় কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, ‘আমি কখনোই এটার সম্পর্কে ভাবিনি। আমি মনে করি আমরা সব কিছু বাস্তবিক করতে চাই। তাই আমরা কখনোই কোনো ধরনের স্টান্ট কাস্টিং করতে চাইনি। কিন্তু সময় আছে এখনো।’

‘দ্য মার্ভেলস’-এ হলিউডের পাশাপাশি দেখা যাবে ভারতীয়, কোরিয়ান অভিনয়শিল্পীদেরও। যেখানে ইমান দক্ষিণ এশীয় প্রতিনিধিত্ব করছে, দক্ষিণ কোরিয়ার অভিনেতা পার্ক সিও জুন দক্ষিণ কোরিয়ান এবং কে-ড্রামা ভক্তদের জন্য আকর্ষণ তৈরি করেছে। নির্মাতা ডাকোস্টা স্বীকার করেছেন যে ভিন্ন ভিন্ন অঞ্চলের তারকাদের একত্র করার চাপ তিনি অনুভব করেননি। বরং কাজ করাটা ছিল যথেষ্ট আনন্দের।

 ‘দ্য মার্ভেলস’ সিনেমাটি আগামী ১০ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে। ভারতে ইংরেজি, হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পাবে এটি।

সূত্র : আউটলুক ইন্ডিয়া

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন