সংসদের বৈদ্যুতিক উপকেন্দ্রের উদ্বোধন করলেন স্পিকার

জাতীয় সংসদ ভবন সংলগ্ন খেজুর বাগানস্থ ৩৩/১১ কেভি ও ১৬/২০ এমভি বৈদ্যুতিক উপকেন্দ্রের উদ্বোধন করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আজ বুধবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী লিটন এবং গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরিফ আহমেদ, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম, গৃহায়ণ ও গণপূর্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে স্পিকার বিদ্যুৎ উপকেন্দ্র দুটি ঘুরে দেখেন এবং নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। এ সময় স্পিকারকে বিদ্যুৎ উপকেন্দ্রের সেফটি সম্পর্কে অবহিত করেন প্রকল্পটির বাস্তবায়নকারী প্রতিষ্ঠান এডেক্স করপোরেশনের এমডি তারানা আলী ও সিইও নুরুন নবী সুজন।

 

বিদ্যুৎকেন্দ্র দুইটি জাতীয় সংসদের সার্বিক চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন স্পিকার। তিনি বলেন, ‘দেশ এগিয়ে যাচ্ছে। আরো এগিয়ে যাবে। বিদ্যুৎকেন্দ্র দুটি ঘুরে দেখে আমার মনে হয়েছে বাংলাদেশের বিদ্যুৎখাতের উন্নয়ন অনেক দূর এগিয়েছে।

 

বিদ্যুৎ কেন্দ্র দুটির সাবস্টেশনসহ সাবস্টেশন অটোমেশন এবং ডিজিটাল ফল্ট অ্যান্ড ডিস্টার্বেন্স রেকর্ডার সিস্টেম সরবরাহ, ইনস্টলেশন, পরীক্ষণ এবং কমিশনিং-এর কাজ সম্পন্ন করেছে এডেক্স করপোরেশন।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন