শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশের যে চিন্তা

বেঙ্গালুরুতে আজ সেমিফাইনালের সমীকরণ মাথায় নিয়ে খেলতে নেমেছে নিউজিল্যান্ড। লড়াইয়ে টিকে থাকতে জেতার বিকল্প নেই তাদের। কিন্তু কিউইদের প্রতিপক্ষ শ্রীলঙ্কার কাছে এই ম্যাচ চ্যাম্পিয়নস ট্রফির দৌড়ে টিকে থাকা।

ঠিক এ কারণেই এই ম্যাচের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশও।

কারণ এই ম্যাচ লঙ্কানরা জিতলে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিয়ে জটিলতায় পড়বে বাংলাদেশ। এমনকি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও বাংলাদেশের বিপদ বাড়বে।

 

আর বেঙ্গালুরুতে বৃষ্টির সমূহ সম্ভাবনা আছে। দুপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা প্রায় ৯০ শতাংশ।

সন্ধ্যার পরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৫০ শতাংশের বেশি। অর্থাৎ বৃষ্টি বড় ভূমিকা রাখতে পারে এই ম্যাচে। বৃষ্টিতে ভেসে গেলে শ্রীলঙ্কার পয়েন্ট হবে ৫। সে ক্ষেত্রে চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা পেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে হবে বাংলাদেশকে।

 

আর যদি আজ নিউজিল্যান্ডের কাছে লঙ্কানরা হেরে যায়, সে ক্ষেত্রে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে বড় হার এড়ালেই চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নেবে বাংলাদেশ। এ ক্ষেত্রে নেদারল্যান্ডসের হারের দিকেও তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচের পর দিন ভারতের বিপক্ষে মাঠে নামবে ডাচরা।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন