মৌলভীবাজার জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফখরুলসহ গ্রেফতার ৫

মৌলভীবাজার জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলামসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৮ নভেম্বর) বিকেলে মৌলভীবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

 

মঙ্গলবার রাতে মৌলভীবাজার সদর উপজেলার শমসেরগঞ্জের নিজ বাড়ি থেকে মো. ফখরুল ইসলামকে আটক করে গোয়েন্দা পুলিশ।

আটককৃত অন্যান্যরা হলেন, মৌলভীবাজার  সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউর রহমান শফি, বিএনপি কর্মী তানভীর আহমদ, মো. ইনসান আলী, নাইম আহমদ।

মৌলভীবাজার মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন, কনকপুর এলাকার ঘটনার অভিযোগে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করা হয়েছে। আজ আদালতের  মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো  হয়েছে।

 

এদিকে মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান গ্রেফতারকৃতদের মুক্তি দাবিসহ নেতাকর্মীদের হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন