বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে আজ শ্রীলঙ্কার বড় ব্যবধানে হেরে যাওয়ায় ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সম্ভাবনা বেড়ে গেছে বাংলাদেশের।
৯ ম্যাচ শেষে ২ জয়ে ৪ পয়েন্ট শ্রীলঙ্কার। এক ম্যাচ কম খেলা বাংলাদেশ ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে শ্রীলঙ্কার ঠিক ওপরে অবস্থান করছে।
আগামী শনিবার পুনেতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
এই ম্যাচে জিতলে কোনো সমীকরণ ছাড়াই ২০২৫ সালে পাকিস্তানে বসতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবেন সাকিব আল হাসান, লিটন দাসরা।
অজিদের বিপক্ষে হারলেও সুযোগ আছে বাংলাদেশের। সে ক্ষেত্রে হারের ব্যবধান বড় হওয়া যাবে না। যেমন আগে ব্যাট করে অস্ট্রেলিয়া যদি ৩৬০ রান করে, সে ক্ষেত্রে অন্তত ২০০ রান করতে হবে বাংলাদেশকে।
তাহলে আর শঙ্কা থাকবে না। বাংলাদেশ যদি আগে ব্যাট করে ২০০ রান করে, সে ক্ষেত্রে অস্ট্রেলিয়াকে অন্তত ২৩ ওভার পর্যন্ত খেলাতে হবে। অন্যথায় শ্রীলঙ্কার হাতে উঠবে চ্যাম্পিয়নস ট্রফির টিকিট।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন