ব্রিটেন সহ বিশ্বের বিভিন্ন দেশে সপ্তাহে চার দিন কাজ করার একটি পরীক্ষামূলক প্রকল্প চলছে। প্রকল্পে ৫ দিনের পরিবর্তে ৪দিনকে পূর্ণকালীন কাজ হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং ৪দিন কাজ করেও ৫দিনের বেতন পাচ্ছেন কর্মীরা।
বুকিশলি নামের এই কোম্পানি সারা পৃথিবীতে তাঁদের বই ও অন্যান্য পণ্য বিক্রি করে থাকে এবং তা প্যাকেটে ভরে ক্রেতার কাছে পাঠিয়ে দেয়। ১৪ বছর ধরে অনলাইন ভিত্তিক এই কোম্পানি ব্যবসা করে আসছে। গত বছর তাঁরা ৪দিনের পূর্ণকালীন কাজের পায়লট প্রকল্পে যোগ দেয়। এখন এই কোম্পানিতে ৪ দিনের সপ্তাহ ধরা হয়।
এই কোম্পানির কর্মীরা সপ্তাহে ৩২ ঘণ্টা কাজ করেন। বুধবার সবার বন্ধ থাকে। এই উদ্যোগ নেয়া হয়েছে কোম্পানির কর্মীদের কাজ এবং পারিবারিক ব্যস্ততার মধ্যে একটা ভারসাম্য রক্ষার জন্য। এক বছর পরিক্ষামুলকভাবে দেখার পর অফিসের সবাই ৪দিনের কাজে খুশী।
৪দিনের পূর্ণকালীন কাজের পায়লট প্রকল্পে যোগ দিয়েছে ব্রিটেনের কয়েকটি কাউন্সিল কর্তৃপক্ষও। সাউথ ক্যামব্রিজশায়ার ডিসট্রিক্ট কাউন্সিল হল দেশের সর্বপ্রথম স্থানীয় প্রশাসন, যারা ৪দিনের কাজের সংস্কৃতি চালু করে। এতে দেখা যায়, স্থানীয় কাউন্সিলের সকল সেবা সঠিকভাবে দেয়া সম্ভব হয়ে এবং কিছু ক্ষেত্রে সেবা আরও উন্নত হয়েছে।
তবে সপ্তাহে পূর্ণকালীন কাজ ৪দিনে সীমাবদ্ধ করার বিষয়ে মিশ্র দৃষ্টিভঙ্গি রয়েছে জনগণের মধ্যে।
কিন্তু সরকারের পক্ষ থেকে সম্প্রতি সতর্ক করে বলা হয়েছে, যেসব লোকাল কাউন্সিল ৪দিনের কাজের পায়লট প্রকল্পে যোগ দিয়েছে, অবিলম্বে তাদেরকে ৫দিনের কাজে ফিরে আসতে হবে। কারণ জনগণ ট্যাক্স আদায় করে তাঁদের প্রাপ্য সেবা পাচ্ছেনা।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন