গাজা-ইসরায়েল যুদ্ধ : নিহতের সংখ্যা ছাড়াল ১২ হাজার ৩০০

ধ্বংসাত্মক গাজা-হামাস যুদ্ধে উভয় পক্ষের মোট ১২ হাজার ৩০০ জনেরও বেশি মানুষের প্রাণ গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার উভয় পক্ষের স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রকাশিত তথ্য অনুসারে এমনটাই জানা গেছে।

গাজার স্বাস্থ্য বিভাগ বৃহস্পতিবার ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত গাজায় ১০ হাজার ৮১২ জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে। এ ছাড়া পশ্চিম তীরে ১৭৩ ফিলিস্তিনি নিহত হয়েছে।

নিহতদের মধ্যে চার হাজার ৪১২ জনই শিশু। ওদিকে ইসরায়েল বলছে, তাদের এক হাজার ৪০০ জনের বেশি নাগরিক নিহত হয়েছে।

 

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী একটি বিবৃতি জারি করে বলেছে, ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকার আল-শিফা হাসপাতালের কাছে হামাসের একটি সামরিক জোনে আক্রমণ করেছে। হামলায় সামরিক অঞ্চলের অবকাঠামো ধ্বংস হয়েছে এবং ৫০ জনের বেশি হামাস জঙ্গিকে হত্যা করেছে।

ইসরায়েলি সেনাবাহিনীর মতে, সামরিক অঞ্চলটি হামাসের গোয়েন্দা ও অপারেশন কেন্দ্র। ওই অঞ্চলে তাদের সামরিক অভিযান এখনো চলছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

 

হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেড বৃহস্পতিবার ঘোষণা করেছে, তারা দক্ষিণ ইসরায়েলি শহর আশদোদ এবং একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে রকেট নিক্ষেপ করেছে। এ ছাড়া গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে যুদ্ধ অব্যাহত রেখেছে।

 অনেক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

 

ইসরায়েল শুক্রবার অন্তত তিনটি হাসপাতাল বা এর কাছাকাছি বিমান হামলা চালিয়েছে বলে গাজার কর্মকর্তারা বলেছেন। ইসরায়েলের হামলায় বাস্তুচ্যুত হওয়া হাজার হাজার মানুষ হতাহত হয়েছে এবং স্বাস্থ্যব্যবস্থাকে আরো বিপন্ন করে তুলেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা আলজাজিরা টেলিভিশনকে বলেছেন, ‘ইসরায়েল গত কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি হাসপাতালে একযোগে হামলা চালিয়েছে।’

কিদরা বলেন, ইসরায়েল গাজা শহরের সবচেয়ে বড় হাসপাতাল আল শিফা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এতে সেখানে হতাহতের ঘটনা ঘটেছে, তবে বিস্তারিত কিছু তিনি জানাননি। ইসরায়েল বলেছে,  আল শিফার নিচে হামাসের লুকানো কমান্ড সেন্টার এবং টানেল রয়েছে। গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের কাছাকাছি রকেট হামলা হয়েছে। ফলে হাসপাতালটি কিছুটা ক্ষতির সম্মুখীন হয়েছে। কর্তৃপক্ষ বলছে, শুক্রবারের মধ্যে হাসপাতালটি বন্ধ হয়ে যেতে পারে। কারণ, জ্বালানি প্রায় শেষের দিকে।

 

এদিকে ইসরায়েল চার ঘণ্টার সামরিক বিরতির কথা জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, ইসরায়েল উত্তর গাজা এলাকায় এই বিরতি প্রয়োগ করা শুরু করবে। যাতে বেসামরিক লোক পালিয়ে যাওয়ার সুযোগ পায়। বহু ফিলিস্তিনিকে আজ সকালে পায়ে হেঁটে সরে যেতে দেখা গেছে। সবাই সাদা পতাকা বহন করে দক্ষিণে পালিয়ে যাচ্ছে। 

সূত্র : আল-অ্যারাবিয়া

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন