নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃ ঢাকা সিলেট মহাসড়কে রাতের আধারে নাশকতা সৃষ্টির সময়ে পুলিশ নবীগঞ্জ উপজেলার মিনাজপুর থেকে ৪টি পেট্রোল বোমা উদ্ধার করেছে। এঘটনায় উপজেলা বিএনপির সভাপতিসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে এবং ১৫ জনের নাম উল্লেখ করে ৩৫ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি মামলা রের্কড করা হয়েছে। গত বুধবার রাত ১০ টায় নবীগঞ্জ উপজেলার মিনাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে কে বা কারা মহাসড়কের উপর গাড়ির টায়ারে আগুন দিয়ে মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। এসময় নবীগঞ্জ থানার ওসি মাসুক আলীর নেতৃত্বে অভিযান পরিচালনা করলে দুবৃত্তরা স্থানীয় হাওরের দিকে পালিয়ে যায়। পরে পুলিশ তল্লাশী অভিযান চালিয়ে প্রাথমিক বিদ্যালয়ে গেইটের কাছে একটি খাল থেকে ৪ টি পেট্রোল বোমা, বিএনপি, ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলের নাম লেখা একটি ব্যানার উদ্ধার করা হয়েছে। পরে নবীগঞ্জ থানায় এগুলো নিয়ে যাওয়া হয়। মামলার বিবরণে জানাযায়, বিএনপি কর্তৃক দেশব্যাপী অবরোধ চলাকালীন নবীগঞ্জ থানা এলাকায় এবং নবীগঞ্জ থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কে আইন-শৃংখলা রক্ষায় পুলিশ ডিউটি করাকালে ইং ০৮/১১/২০২৩ তারিখ রাত অনুমান ১০ ঘটিকার সময় সংবাদ পেয়ে বর্ণিত ঘটনাস্থলে মহাসড়কে দুষ্কৃতিকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে নাশকতার চেষ্টা করিলে। মহাসড়কে ডিউটিরত অবস্থায় উক্ত সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ অফিসার ইনচার্জ মাসুক আলী সঙ্গীয় অফিসার ফোর্সসহ দ্রæত ঘটনাস্থলে উপস্থিত হলে আসামী উপজেলা ছাত্রদলের যুন্ম আহবায়ক মঈনুল ইসলাম(৩৪), পিতা-মোঃ আব্দুল ওয়াদুদ, সাং-বড় আব্দা, ৮নং খাগাউড়া ইউ/পি, থানা-বানিয়াচং, বর্তমানে- আব্দুল মুহিত চৌধুরীর ভাড়াটিয়া বাসা, সাং-ওসমানী রোড, নবীগঞ্জ পৌরসভা, যুবদল নেতা রিপন মিয়া (৩০), পিতা-মৃত আঙ্গুর মিয়া, সাং-এনাতাবাদ, ৬নং কুর্শি ইউ/পি, উভয় থানা-নবীগঞ্জ, জেলা-হবিগঞ্জদ্বয় সহ তাহাদের সহযোগীরা রাস্তার পাশে অবস্থান নিয়া মহাসড়কে গাড়ী আটকানোর চেষ্টাকালে পুলিশ তাদেরকে প্রতিরোধ ও গ্রেফতারের চেষ্টাকালে পুলিশের সরকারী কাজে বাঁধাদান ও ইটপাটকেল ছুড়ে মারে। পুলিশ তাদেরকে গ্রেফতারকালে দৌড়াইয়া পালিয়ে যায়। পরে রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। নবীগঞ্জ থানার মামলা নং-০৪, তারিখ-০৯/১১/২০২৩খ্রিঃ, ধারা-১৪৩/৩৪১/১১৪/১৮৬/৩৫৩/৩৩২/৩০৭/৩৪ পেনাল কোড তৎসহ ১৯০৮ সনের বিষ্ফোরকদ্রব্য উপাদানাবলী আইনের ৩/৪/৬ ধারা মোতাবেক মামলা রুজু করা হয়েছে। উক্ত মামলায় গ্রেফতারকৃত আসামীদ্বয় সহ এজাহারনামীয় আসামী ১৫ জন এবং অজ্ঞাতনামা ২৫/৩০ জন এর বিরুদ্ধে মামলা করা হয়েছে। অপরদিকে উপজেলা বিএনপির সভাপতি সরফরাজ আহমদ চৌধুরী (৭০) পিতা-মৃত আব্দুল মন্নান চৌধুরী, সাং-চরগাঁও, নবীগঞ্জ পৌরসভা, থানা-নবীগঞ্জ, জেলা-হবিগঞ্জকে ইং ০৯/১১/২০২৩ তারিখ নবীগঞ্জ থানা এলাকা হইতে গ্রেফতার করা হয়। তাহাকে নবীগঞ্জ থানার মামলা নং-১৩, তারিখ-১৬/১১/২০২২খ্রিঃ, ধারা-১৪৩/১৮৬/৩৩২/৩৫৩/৩০৭ পেনাল কোড তৎসহ ১৯০৮ সনের বিষ্ফোরক দ্রবাদি আইনের ৩/৪ ধারার মামলার আসামী হিসাবে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মাসুক আলী সাথে কথা হলে তিনি বলেন, আমরা ঘটনার খবর পেয়ে পুলিশ সাথে সাথে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। পুলিশ তল্লাশী অভিযান চালিয়ে প্রাথমিক বিদ্যালয়ে গেইটের কাছে একটি খাল থেকে ৪ টি পেট্রোল বোমা, বিএনপি, ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলের নাম লেখা একটি ব্যানার উদ্ধার করেছে। এবিষয়ে মামলার ৩৫ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন