‘দেখেছো হাসি, দেখোনি ক্ষত’

টালিউডের জনপ্রিয় অভিনেতা জিতকে নিয়ে ‘মানুষ’ শিরোনামে সিনেমা নির্মাণ করছেন বাংলাদেশি নির্মাতা সঞ্জয় সমাদ্দার। এতে জিতের বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। সিনেমাটি নিয়ে দর্শকের অপেক্ষার পালা শেষ হচ্ছে না। পোস্টার-টিজার-গানের পর ট্রেলারের অপেক্ষায় ছিল জিত ভক্তরা।

গতকাল অবশ্য ট্রেলার মুক্তির দিনক্ষণ ঘোষণা দিয়ে সবাইকে প্রস্তুত হতে বলেছিলেন জিত। ঘোষণা মতোই, আজ দুপুরে মুক্তি পেল দু মিনিট তেত্রিশ সেকেন্ডের ট্রেলার।

 

একজন সাধারণ মানুষ নিজের সন্তানের জন্য ঠিক কতটা অসাধারণ হয়ে উঠতে পারেন সেই গল্পেই নির্মিত মানুষ সিনেমা। অ্যাকশন ভরপুর ট্রেলারে রয়েছে রহস্য।

জিৎকে দেখা গেল কয়েকটি রূপে। কখনও নার্কোটিক্স বিভাগের অফিসার, কখনও আবার সে একজন বাবা। যে সারাজীবন সৎ থেকে নিজের মেয়ের কাছে একজন রিয়েল হিরো হয়ে থাকতে চায়। তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে ট্রেলারে।

জিতকে কি দ্বৈত চরিত্রে দেখা যাবে কিনা তার উত্তর মিলবে পর্দায়। তবে ছবিতে একজন বাবার রূপ বদলের চিত্র ফুটে উঠবে যে নিজের সন্তানকে বাঁচানোর জন্য সব করতে পারে। ট্রেলারে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে দেখা গেছে ৪০ সেকেন্ডের মতো। যেখানে একজন পুলিশ অফিসারের চরিত্রে হাজির হয়েছেন মিম। ট্রেলারে যেমন অ্যাকশন দৃশ্য আছে, তেমনই আছে রোম্যান্টিক গানের ঝলক।

বাদ যায়নি জিতের কড়া সংলাপ। ‘কালো টাকার দুনিয়ায় তোরা দাস, আর পরিণতি বেওয়ারিশ লাশ, ‘মানুষ হিসেবে আমি হারতে পারি, কিন্তু বাবা হিসেবে আমি জিততে চাই’ ট্রেলারে সবই যেন নজর কাড়বে দর্শকের।

 

ট্রেলারটি শেয়ার করে জিত লিখেছেন, ‘দেখেছো হাসি, দেখোনি ক্ষত! অমানুষ দেখতে মানুষের মতো!’ তিনি আরও লিখেছেন, ‘হাসির আড়ালে লুকিয়ে থাকা ক্ষত গুলো দেখিনি। মানুষের আড়ালে লুকিয়ে থাকা বাতাস গুলো দেখিনি।’

জিতের বিপরীতে আন্ডার ওয়ার্ল্ডের ডন হিসেবে আছেন অভিনেতা জিতু। নায়ক থেকে সোজা নেতিবাচক শেডের চরিত্র। পুলিশ অফিসারের চরিত্রে অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। জিতের বিপরীতে আছেন অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। মূলত এই চারজন এবং জিতের মেয়ে ওরফে অয়না চট্টোপাধ্যায়কে ঘিরে আবর্তিত হবে ছবি।

সিনেমাটি ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পাবে আগামী ২৪ নভেম্বর। একইদিনে মুক্তি পেতে পারে বাংলাদেশেও। ছবিটি প্রযোজনা করেছেন জিৎ ফিল্মওয়ার্কস।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন