বিষাক্ত মদ পানে হরিয়ানায় ১৯ মৃত্যুর অভিযোগ, গ্রেপ্তার ৭

বিষাক্ত মদ পান করে মৃত্যুর অভিযোগ উঠল ভারতের হরিয়ানা রাজ্যে। কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন কংগ্রেস নেতা এবং অন্যজন জননায়ক জনতা পার্টির (জেজেপি) এক নেতার ছেলে।

শনিবার এ ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, যমুনানগরে মান্দেবাড়ি, পাঞ্জেতো কা মজরা, ফুসগড় ও সরন গ্রামে মৃত্যুর খবর পাওয়া গেছে। অম্বালা জেলাতেও মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বিষাক্ত মদ খেয়েই তাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

 

এ ঘটনায় মৃত এক বৃদ্ধের ছেলে রণবীর বলেছেন, ‘গত রাতে মদ পান করে আমার বাবার মৃত্যু হয়েছে। ওনার মদের আসক্তি ছিল। কিন্তু তিনি অল্প পরিমাণে মদ পান করতেন।’ তার বাবার এমন বন্ধুও ছিলেন, যারা মদ পানের পর বিষক্রিয়ায় মারা গেছেন বলেও জানান রণবীর।

 

এ ঘটনায় মদ বিক্রেতার বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে সরব হয়েছে স্থানীয়রা। সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মদ বিক্রেতাদের বিরুদ্ধে মুখ খুলতে তারা ভীত বলে দাবি করেছে স্থানীয়দের একাংশ।

এক গ্রামবাসীর কথায়, ‘ভীতসন্ত্রস্ত আমরা। যদি প্রতিবাদ করি, তাহলে আমাদের জীবন বিপন্ন হতে পারে।

 

এ ছাড়া বিরোধী দলগুলো এই মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের সরকারের নিন্দা করেছে। দলগুলো হরিয়ানা সরকারকে অতীতে একই ধরনের ঘটনা থেকে শিক্ষা নিতে ব্যর্থ বলে অভিযোগ করেছে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা, এনডিটিভি

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন