বিশ্বকাপে ভরাডুবির পর উইকেট নিয়ে উপলব্ধি নাজমুলদের

৯ ম্যাচে ২ জয়, ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ নম্বরে বাংলাদেশ। আগামীকাল নেদারল্যান্ডস যদি ভারতের বিপক্ষে জিতে যায়, তাহলে আরো এক ধাপ অবনমন হবে সাকিব আল হাসানদের। সঙ্গে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার যোগ্যতা হারাবে বাংলাদেশ দল। ব্যর্থতায় ভরা এমন একটি বিশ্বকাপ থেকে দেশের ফেরার আগে উইকেট নিয়ে উপলব্ধি হয়েছে খেলোয়াড়দের।

 

আইসিসির ইভেন্টে সব সময়ই স্পোর্টিং উইকেটে খেলা হয়। এবার ভারতে বেশির ভাগ উইকেট ছিল ব্যাটারদের সহায়ক। এমন উইকেটে খেলার অভ্যাস খুব বেশি নেই বাংলাদেশ দলের। ঘরের মাঠে সাফল্যর নেশায় মিরপুরেই বেশি ম্যাচ খেলেন নাজমুল হোসেনরা।

কালো মাটির বোলারদের সহায়ক উইকেটে সফলতা মিললেও ব্যাটারদের আদর্শ প্রস্তুতি হয় না। সেটিই এবার ডুবিয়েছে।

 

বিশ্বকাপে নবম ম্যাচে এসে প্রথমবার দলীয় স্কোর ৩০০ ছাড়াতে পেরেছে বাংলাদেশ। তবু অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ হারে ৮ উইকেটের বড় ব্যবধানে।

এরপর ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল বলেন, ‘প্রস্তুতি অনুযায়ী ঠিক ছিল, আউটকাম আসেনি, রেজাল্ট আসেনি। কিন্তু এটাই আশা করব যে সামনে যখন আমরা সাদা বলের সংস্করণটা খেলব, সেটা ওয়ানডে বা টি-টোয়েন্টি হোক, উইকেট যেন ভালো হয় এবং স্পোর্টিং হয়।’ 

 

ভালো উইকেটে খেললে ব্যাটারদের পাশাপাশি বোলারদেরও উন্নতি হবে জানিয়ে নাজমুল বললেন, ‘বোলাররাও আরো উন্নতি করতে পারবে, ভালো উইকেটে কিভাবে আমি ৩০০ মোকাবেলা করব। ভালো উইকেট মানেই এই না যে প্রতি ম্যাচে সাড়ে ৩০০ হবে। অনেক সময় ৩০০ মোকাবেলা করা লাগবে।

আমার মনে হয় ব্যাটিং-বোলিং দুটোই উন্নতি হবে।’

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন