পৃথ্বীরাজ সুকুমারন নিঃসন্দেহে মালায়ালাম চলচ্চিত্র শিল্পের অন্যতম প্রতিভাবান অভিনেতা। দুই দশকেরও বেশি সময় ধরে শতাধিক চলচ্চিত্রে অভিনয় করে, অভিনেতা বারবার তার বহুমুখিতা প্রমাণ করেছেন। অভিনয়ে নিজের রাজত্ব তৈরির পর ২০১৯ সালে, পৃথ্বীরাজ একটি নতুন ভূমিকায় পা রাখেন। তিনি তার প্রথম চলচ্চিত্র ‘লুসিফার’ পরিচালনা করেন, যেটিতে মোহনলাল প্রধান ভূমিকায় অভিনয় করেছেন।
আর নিজের প্রথম পরিচালনায় দুর্দান্ত সাড়া ফেলেছেন পৃথ্বীরাজ। সিনেমাটি বক্স অফিসেও সুপারহিট তকমা পায়। এরপর থেকেই রাজনৈতিক ড্রামা ঘরানার ‘লুসিফার’-এর দ্বিতীয় কিস্তির অপেক্ষায় ভক্তরা। অবশেষে অপেক্ষার অবসান হতে যাচ্ছে।
আব্রাম কোরেশির বাকী গল্প নিয়ে ফিরছেন পৃথ্বীরাজ-মোহনলাল জুটি।
চলচ্চিত্রটি একটি সিক্যুয়েলের প্রতিশ্রুতি দিয়েই সমাপ্ত হয়েছিল এবং ভক্তরা প্রায় চার বছর ধরে ধৈর্য ধরে অপেক্ষা করেছে সিক্যুয়েলটির। এটির নির্মাণ কাজও শুরু হয়েছে বলে আগেই ঘোষণা করা হয়েছিল। অবশেষে সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করেছেন নির্মাতারা।
লুসিফারে, মোহনলাল স্টিফেন নেদুম্পালি নামে একজন রাজনীতিকের ভূমিকায় অভিনয় করেছিলেন। সিনেমাটির শেষ দৃশ্যে এটি প্রকাশিত হয়েছিল যে তার আরেকটি নাম রয়েছে, আব্রাম খুরেশি, যিনি বিশ্ব অপরাধ সিন্ডিকেটের প্রধান ছিলেন বলেও আভাস দেওয়া হয়েছে। দ্বিতীয় কিস্তিতে খুরেশির গল্পই উঠে আসবে বলে ধারনা করা হচ্ছে।
‘লুসিফার’
ফার্স্ট লুক পোস্টারেও সেই আভাস পাওয়া গেছে। পোস্টারে একটি যুদ্ধক্ষেত্রের মাঝে মোহনলালের চরিত্রটিকে দেখানো হয়েছে।
তার হাতে একটি মেশিনগানও দেখা যাচ্ছে। ধ্বংসাবশেষের মধ্যে একটি ফাইটার হেলিকপ্টার অবতরণ করছে। চারপাশে জ্বলন্ত গাড়ি, ধ্বংসস্তুপ। দুর্দান্ত অ্যাকশন প্যাকড হতে যাচ্ছে লুসিফারের দ্বিতীয় কিস্তি, পোস্টারে অন্তত তেমনটাই ইঙ্গিত দেওয়া হয়েছে। সিনেমাটির নাম রাখা হয়েছে ‘এল২-এমপুরান’। এতে মোহনলালের পাশাপাশি পৃথ্বীরাজ সুকুমারনকেও তার জায়েদ মাসুদের চরিত্রে দেখা যাবে। সিনেমাটির পরিচালনা করছেন পৃথ্বীরাজ সুকুমারন।
‘এল২-এমপুরান’ লিখেছেন অভিনেতা-পরিচালক মুরালি গোপি এবং মঞ্জু ওয়ারিয়ার। সিনেমাটিতে মোহনলাল ও পৃথ্বীরাজের পাশাপাশি টভিনো থমাস, ইন্দ্রজিথ সুকুমারন, সাই কুমার, বৈজু সন্তোষসহ অন্যান্য তারকারাও তাদের ভূমিকায় পুনরায় অভিনয় করবেন বলে আশা করা হচ্ছে।
সূত্র : পিঙ্কভিলা
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন