ভারত বিশ্বকাপ আফগানিস্তানকে ক্রিকেটবিশ্বের কাছে নতুনভাবে পরিচয় করিয়েছে। টি-টোয়েন্টির মতো ওয়ানডে ক্রিকেটটাও যে আফগানরা খেলতে পারে, সেটা দেখিয়েছেন রশিদ খান-রহমানউল্লাহ গুরবাজরা।
সেমিফাইনালে খেলার সমীকরণ মেলাতে না পারলেও চারটি ম্যাচ জিতেছে আফগানিস্তান। তবে এবার ক্রিকেট দিয়ে নয়, মানবিকতার উদাহরণ দেখিয়ে খবরের শিরোনাম হয়েছেন আফগান ওপেনার গুরবাজ।
আহমেদাবাদের রাস্তায় মধ্যরাতে অসহায়-দুস্থদের মাঝে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি।
রাস্তায় ঘুরে ঘুরে গুরবাজের আর্থিক সাহায্য দেওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, রাতের বেলা রাস্তার পাশে শুয়ে থাকা মানুষকে তিনি আর্থিক সাহায্য করছেন। অনেকটা নীরবেই কাজটা করছিলেন আফগান ওপেনার।
এ সময় ঘুমন্ত মানুষকে ডেকে বিরক্ত করেননি গুরবাজ। ঘুম থেকেও জাগাননি। শুধু তাদের পাশে টাকা রেখে সামনে এগোতে দেখা গেছে তাঁকে। ঘড়িতে তখন রাত ৩টা।
কেউ একজন ঘটনাটা ফোনের ক্যামেরা দিয়ে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। এর পরই তা ছড়িয়ে পড়ে। এবারের বিশ্বকাপ মিশনে ৯ ইনিংসে ২৮০ রান এসেছে গুরবাজের ব্যাট থেকে। দল হিসেবে এবার তারা পেয়েছে বিশ্বকাপের সেরা সাফল্য।
এর আগে ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপ মিলে আফগানিস্তান ম্যাচ জিতেছে মাত্র একটি।
আর এবার এক আসরে ৯ ম্যাচে জয়ের সংখ্যা চারটি।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন