ইংল্যান্ডের বিপক্ষে হেরে বিশ্বকাপ মিশন শেষ হয়েছে পাকিস্তানের। সেমিফাইনালের আগে পাকিস্তানের এই বিদায় সমালোচনার মুখে ফেলেছে বাবর আজমদের। গুঞ্জন আছে, বিশ্বকাপের পরে অধিনায়কত্ব হারাতে পারেন বাবর।
নিজের অধিনায়কত্ব নিয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজার সঙ্গে কথা হয়েছে বাবরের।
বিষয়টি রমিজ নিজেই নিশ্চিত করেছেন। তবে দুজনের মধ্যে ঠিক কী কথা হয়েছে, সেটা প্রকাশ্যে আনতে চান না রমিজ।
রমিজ এটুকু জানিয়েছেন, বাবরকে দেখে তাঁর খুব হতাশ মনে হয়েছে। তিনি বলেছেন, ‘বাবরকে দেখে খুব হতাশ মনে হয়েছে।
তার কথাবার্তায়ও হতাশার ছাপ স্পষ্ট। কারণ পাকিস্তান বিশ্বকাপের সেমির লড়াইয়ে টিকতে পারেনি। কিন্তু বাবর খুবই পরিপক্ব, সে তার রাগ নিয়ন্ত্রণ করতে পারে।’
একই সঙ্গে রমিজ এটাও বলেছেন, ‘অধিনায়কত্ব নিয়ে বাবরের সঙ্গে যে কথা হয়েছে, সেটা সবার সামনে আনতে চাই না।
’ পাকিস্তানের বিশ্বকাপ অভিযান অবশ্য ভিন্ন বার্তা দিয়ে শুরু হয়েছিল। প্রথম দুই ম্যাচে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কাকে হারায় তারা। কিন্তু এরপর আর পারফরম্যান্সের ধারাবাহিকতা দেখা যায়নি।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন