পিটার হাসকে হুমকি : চেয়ারম্যান মুজিবুল হকসহ ৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত পিটার ডি হাসকে নিয়ে ‘আক্রমণাত্মক’ বক্তব্যের জেরে চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মুজিবুল হক চৌধুরীসহ ৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

হত্যার হুমকি ও মানহানির অভিযোগ এনে আজ সোমবার ঢাকা মহানগর হাকিম ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে এই আবেদন করেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপটারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু। বিচারক বাদীর জবানবন্দি শুনে বিষয়টি আদেশের জন্য রেখেছেন।

আবেদনে ইফতেখার উদ্দিন বাবু, সাজ্জাত, এহছান, ফরহাদ, নাছির ও সাইফুলকে আসামি করার আরজি জানানো হয়েছে আবেদনে।

তারা সবাই চাম্বল ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড কমিটির সদস্য।

 

বাদীপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম সরকার সাংবাদিকদের বলেন, ‘আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০/৫০৬/৩০৭/৩৪ ধারায় প্রাণনাশের হুমকি ও মানহানির অভিযোগ এনে মামলার আরজি জানানো হয়েছে।’

আবেদনে বলা হয়, গত ৬ নভেম্বর বাঁশখালীর এক জনসভায় মুজিবুল হক চৌধুরী সব আসামির উপস্থিতিতে এবং সহযোগিতায় রাষ্ট্রদূত পিটার হাসকে প্রাণ নাশের হুমকি দেন। গত ৮ নভেম্বর বিভিন্ন দৈনিক পত্রিকা এ খবর প্রকাশ করে।

এছাড়া, ওই জনসভায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কেও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, যা হাজার কোটি টাকার মানহানির শামিল। মামলার আবেদনে বিভিন্ন জাতীয় দৈনিকের প্রতিনিধিকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে।

 

গত ৬ নভেম্বর বিএনপির হরতাল-অবরোধবিরোধী এক সভায় দেওয়া বক্তব্যে রাষ্ট্রদূতকে ‘পেটানোর’ হুমকি দেন চাম্বল ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরী। এ নিয়ে বিষয়টি নিয়ে তুমুল আলোচনা হলে গত ৯ নভেম্বর রাতে চেয়ারম্যান মুজিবুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কথা জানান আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন