বলুন তো বুন্দেসলিগার শীর্ষে এখন কোন দল? ওপরের শিরোনাম পড়েও হয়তো অবিশ্বাসের চাহনি দেবেন কেউ কেউ! বিস্ময়কর হলেও লিগের ৩ ভাগের ১ ভাগ হওয়ার পর জার্মানির শীর্ষ লিগের শীর্ষে এখন লেভারকুসেন। বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ডের মতো দলকে টেক্কা দিয়ে ১১ ম্যাচ পর পয়েন্ট তালিকায় ১ নম্বরে থাকাটা বিরাট সাফল্য জাবি আলনসোর দলের।
রিয়াল মাদ্রিদের সাবেক তারকা কোচ হয়ে পুরো খোলনলচে যেন বদলে দিয়েছেন লেভারকুসেনের। চলতি মৌসুমে এখনো কোনো ম্যাচ হারেনি জার্মানির ক্লাবটি।
সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৭ ম্যাচে ১৬টিতেই জয়োৎসব করেছে তারা। অন্য ম্যাচটি হয়েছে ড্র। একমাত্র ড্রটি বুন্দেসলিগাতেই। বায়ার্ন মিউনিখের সঙ্গে।
অন্য ১০ ম্যাচেই জয় নিয়ে মাঠ ছেড়েছে জাবি আলনসোর শিষ্যরা। এর মধ্যে সর্বশেষ সাত ম্য্যাচে টানা জয়। ১১ লিগ ম্য্যাচের প্রতিটিতে প্রতিপক্ষের জালে অন্তত দুইবার করে বল পাঠিয়েছে লেভারকুসেন। ৩৪ গোল দিয়ে হজম করেছে ১০টি।
বায়ার্নের সঙ্গে তাদের পার্থক্য এখন ২ পয়েন্ট। অথচ বাজেটে বায়ার্নের চেয়ে যোজন যোজন পিছিয়ে লেভারকুসেন।
রূপকথার সাফল্যে বুন্দেসলিগার সবচেয়ে ভালো শুরুর কীর্তিও গড়ে ফেলেছে জাবি আলনসোর ছোঁয়ায় বদলে যাওয়া দলটি। সম্ভাব্য ৩৩ পয়েন্টের মধ্যে ৩১ পয়েন্ট অর্জন করেছে লেভারকুসেন। যা জার্মান শীর্ষ লিগে সবচেয়ে ভালো শুরুর বায়ার্নের কীর্তির পাশে বসিয়েছে তাদের।
২০১৫-১৬ মৌসুমে পেপ গার্দিওলার জমানায় ওই রেকর্ড গড়েছিল বায়ার্ন। এই স্বপ্নযাত্রায় পরশু নিজ মাঠে ইউনিয়ন বার্লিনকে ৪-০ গোলে হারিয়েছে লেভারকুসেন। প্রথমার্ধে ১ গোল দিলেও দ্বিতীয়ার্ধে আরো ভয়ংকররূপে আবির্ভূত হয় তারা। এই অর্ধে ইউনিয়ন বার্লিনের জালে গুনে গুনে তারা বল পাঠায় আরো তিনবার। লেভারকুসেনের হয়ে গোল চারটি করেন আলেহা্ন্দ্রো ওডিসন কোসোউনো, জোনাথান টাহ ও নাথান টেল্লা। এ নিয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ১২ ম্যাচ জিতল জাভি আলনসোর দল।
রূপকথার এই সাফল্য ধরে রেখে তারা শিরোপা উৎসব করতে পারবে কি না, তা বলবে সময়। তবে মৌসুমটা যেভাবে এগোচ্ছে তাতেই উচ্ছ্বাসে ভাসছেন আলনসো, ‘আগের আন্তর্জাতিক বিরতির থেকে এখন অবধি যা করছি তাতে আমরা খুবই তৃপ্ত। এই মুহূর্তের অনুভূতিটা অসাধারণ।’ ইএসপিএন
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন