ইসরায়েল-গাজা যুদ্ধ : ২৪ ঘণ্টার উল্লেখযোগ্য খবর

পাঁচ সপ্তাহেরও বেশি সময় ধরে ইসরায়েল ও গাজার মধ্যে যুদ্ধ চলছে। ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলে এক নজিরবিহীন হামলা চালায়। এর পর থেকেই হামাসকে ধ্বংসের প্রতিশ্রুতি নিয়ে যুদ্ধ শুরু করে ইসরায়েল। ইসরায়েলি কর্মকর্তাদের মতে, হামাসের হামলায় প্রায় এক হাজার ২০০ জন নিহত হয়েছে, যার অধিকাংশ বেসামরিক মানুষ।

অন্যদিকে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, যুদ্ধে এখন পর্যন্ত ১১ হাজার ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশির ভাগই বেসামরিক মানুষ।

 

যুদ্ধের গত ২৪ ঘণ্টার পাঁচটি মূল খবর :

হাসপাতাল ‘বন্ধ’
হামাস শাসিত গাজা উপত্যকার উপস্বাস্থ্যমন্ত্রী ইউসেফ আবু রিশ সোমবার বলেছেন, ভূখণ্ডের উত্তরে সব হাসপাতাল জ্বালানির ঘাটতির কারণে ‘পরিষেবার বাইরে’ রয়েছে।

আবু রিশ বলেন, গাজার সবচেয়ে বড় আল-শিফা হাসপাতালে সাম্প্রতিক দিনগুলোতে অকালে জন্ম নেওয়া সাত শিশু ও ২৭ জন রোগী মারা গেছে।

হাসপাতালটি ইসরায়েলের সঙ্গে তীব্র লড়াইয়ে জড়িয়ে পড়েছে।

তেল আবিবের অভিযোগ, হামাস ও ফিলিস্তিনি যোদ্ধারা হাসপাতালটির নিচে সুড়ঙ্গে লুকিয়ে আছে।

 

প্রায় সম্পূর্ণ ইসরায়েলি অবরোধের মধ্যে থাকায় গাজায় খাদ্য, জ্বালানি ও অন্যান্য মৌলিক সরবরাহের অভাব দেখা দিয়েছে। ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শতায়েহ সোমবার ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘকে গাজায় ‘প্যারাসুট সহায়তা’ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

জিম্মি চুক্তি ‘হতে পারে’
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন গণমাধ্যমকে বলেছেন, গাজায় হামাসের হাতে আটক জিম্মিদের মুক্ত করার জন্য একটি চুক্তি হতে পারে।

কিন্তু সম্ভাব্য পরিকল্পনা ভেস্তে যাওয়ার ভয়ে বিস্তারিত জানাতে অস্বীকার করেছেন তিনি।

 

এনবিসির ‘মিট দ্য প্রেস’ শোতে জিজ্ঞেস করা হয়েছিল, একটি চুক্তি সম্ভাবনা রয়েছে কি না? নেতানিয়াহু উত্তর দিয়েছেন, ‘হতে পারে।’

গাজার একজন ফিলিস্তিনি কর্মকর্তা অবশ্য নেতানিয়াহুকে ‘বেশ কিছু বন্দির মুক্তির বিষয়ে প্রাথমিক চুক্তিতে পৌঁছতে বিলম্ব ও বাধার জন্য’ দায়ী করেছেন।

জাতিসংঘের পতাকা অর্ধনমিত
সোমবার সারা বিশ্বে জাতিসংঘের কম্পাউন্ডে পতাকা অর্ধনমিতভাবে উড়েছে। পাশাপাশি সংস্থার কর্মীরা ইসরায়েল-হামাস যুদ্ধে গাজায় নিহত সহকর্মীদের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করেছেন।

 

জাতিসংঘ বলেছে, গাজা শহরে জাতিসংঘের একটি স্থাপনায় হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে। সেখানে শত শত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিল।

একটি পৃথক ঘটনায়, এএফপিটিভি ফুটেজে জাতিসংঘের সংস্থা ইউএনআরডাব্লিউএ পরিচালিত একটি স্কুল প্রাঙ্গণের মাঝখানে একটি গর্ত দেখা গেছে। উত্তর গাজার বেইত লাহিয়ায় অবস্থিত স্কুলটি ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য ব্যবহৃত হচ্ছে।

মিসরে গেছে আরো ৫০০ মানুষ
সীমান্তের উভয় দিক থেকে পাওয়া খবর অনুযায়ী, রবিবার প্রায় ৫০০ বিদেশি, দ্বৈত নাগরিক ও বেশ কয়েকজন আহত ফিলিস্তিনিকে গাজা থেকে মিসরে সরিয়ে নেওয়া হয়েছে।

মিসরীয় গোয়েন্দা পরিষেবাগুলোর নিকটবর্তী গণমাধ্যম আলকাহেরা নিউজ রাফাহ দিয়ে ‘সাতজন আহত ফিলিস্তিনি’ পারাপারের খবর দিয়েছে। এটি একমাত্র ক্রসিং, যা ইসরায়েলের নিয়ন্ত্রণে নেই।

এ ছাড়া আহতদের উদ্ধারের পরিকল্পনা নিয়ে ফিল্ড হাসপাতালের জন্য উপকরণ বহনকারী একটি তুর্কি জাহাজ মিসরের রাফাহর কাছে এল আরিশ বন্দরে পৌঁছেছে।

লেবানন ও সিরিয়ায় হামলা
সেনাবাহিনী জানিয়েছে, সীমান্তের কাছে একটি ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ইসরায়েলি বেসামরিক নাগরিকদের আহত করার পর রবিবার দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর আস্তানায় হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান।

৮ অক্টোবর থেকে আঞ্চলিক উত্তেজনার উচ্চতর আশঙ্কার মধ্যে ইসরায়েল প্রায় প্রতিদিনই দক্ষিণ লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহ ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছে।

অন্যদিকে পূর্ব সিরিয়ায় মার্কিন হামলায় অন্তত আট ইরানপন্থী যোদ্ধা নিহত হয়েছেন। মার্কিন বাহিনীর ওপর হামলার জবাবে ওয়াশিংটন অভিযান চালানোর এক দিন পর সোমবার একটি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা এ তথ্য জানিয়েছে।

সূত্র : এএফপি

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন