ইতালিয়ান ছবি ‘বাংলা’ মুক্তি পাচ্ছে বঙ্গ-তে

gbn

জিবিনিউজ 24 ডেস্ক //

ইতালির রোম শহরে দ্বিতীয় প্রজন্মের জীবনের গল্প নিয়ে রোমান্টিক ও কৌতুক ঘরনার আংশিক আত্মজীবনীমূলক গল্পে নির্মিত ছবি হলো ‘বাংলা’। পরিচালক ফাইম ভূইয়া নির্মিত এই ছবিটিতে তিনি নিজেই নায়কের ভূমিকায় অভিনয় করেছেন। আগামী ১৩ নভেম্বর ‘বাংলা’ ছবিটি দেশের প্রথম এবং বৃহত্তম ভিডিও স্ট্রিমিং সাইট বঙ্গ-তে আনুষ্ঠানিকভাবে মুক্তি দেয়া হবে।

ইমিগ্র্যান্ট হিসেবে বিদেশে জীবন যাপন চালিয়ে নেয়াটা দ্বিতীয় প্রজন্মের একজন যুবকের কাছে ততটা সুখকর ছিলোনা। একটি আর্ট মিউজিয়ামের চাকরি করা যুবকটির টিকে থাকার সংগ্রামময় জীবনে হঠাৎ প্রেম আসে। এক ইতালিয়ান নারীর সঙ্গে তার প্রেম নিয়ে দুটি ভিন্ন কালচারের ভিন্ন দুটি মানুষের এই প্রেমময় জীবনের গল্প নিয়ে এগোতে থাকে ছবিটির কাহিনী।

 

ছবিটি ভিডিও স্ট্রিমিং সাইট বঙ্গতে মুক্তি দেয়ার ব্যাপারে প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার জনাব ফায়াজ তাহের বলেন ‘বঙ্গ দর্শকদের জন্য প্ল্যাটফর্মে বেশ বড় কিছু নিয়ে আসছে যেটি একটি আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত বাংলায় ডাবিংকৃত ছবি। বঙ্গ বিশ্বজুড়ে বিস্তৃত একটি প্ল্যাটফর্ম, আমাদের অডিয়েন্স বাংলাদেশ এবং দেশের বাহিরে মালয়েশিয়া, সৌদি আরব, দুবাই এবং সিঙ্গাপুরে বসবাসকারী বাংলাদেশী সম্মানিত অভিবাসীগনও,তাদের জীবনের ব্যস্ত সময়ের ফাঁকে ছবিটি আনন্দের সাথে উপভোগ করতে পারবেন।’

দর্শকরা খুব সহজেই দেশ এবং দেশের বাহিরে থেকে বঙ্গ’র iOS এবং অ্যান্ড্রয়েড অ্যাপ , এছাড়াও বঙ্গ’র ওয়েবসাইট (https://www.bongobd.com) এবং অ্যান্ড্রয়েড টিভি অ্যাপের মাধ্যেম বঙ্গ উপভোগ করতে পারবেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন