এরদোয়ানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নে ম্যাক্রোঁর নালিশ

জিবিনিউজ 24 ডেস্ক //

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে নালিশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। একইদিন ইইউ কমিশন থেকেও এরদোয়ানকে সতর্কবার্তা দেয়া হয়েছে এ বলে যে, তুরস্কের এ অবস্থানের জন্য দেশটির ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার পথ আরো কঠিন হয়ে গেল।

ইউরোপীয় ইউনিয়নের একজন মুখপাত্র বলেন, কোনো সদস্য রাষ্ট্রের পণ্য বর্জনের আহ্বান কমিশনের চেতনার পরিপন্থি এবং এ ধরনের পদক্ষেপ তুরস্ককে ইউরোপীয় ইউনিয়ন থেকে আরো দূরে নিয়ে যাবে।

 

সম্প্রতি ধর্মনিরপেক্ষ মূল্যবোধের সুরক্ষা নিশ্চিত করতে এবং কট্টরপন্থী ইসলামের বিরুদ্ধে লড়াইয়ের পক্ষে মন্তব্য করায় ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর ‘মানসিক চিকিৎসা’ করানো প্রয়োজন বলে কটাক্ষ করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

কাতার এবং কুয়েতসহ মধ্যপ্রাচ্যের কিছু দেশের কয়েকটি সুপারমার্কেট থেকে ফরাসী পণ্য সরিয়ে নেয়া হয়েছে। এর জবাবে ফ্রান্স তুরস্কের বিরুদ্ধে পাল্টা বয়কটের ডাক দেবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফরাসী বাণিজ্যমন্ত্রী বলেন, এমন কোনো চিন্তা তাদের এখনো নেই।

পণ্য বয়কট ফ্রান্সের রফতানিতে খুবই সামান্য প্রভাব ফেলবে দাবি করে দেশটির অর্থনীতিবিদ স্টেফানি ভিলার বলছেন, এর চেয়ে গতবছর ফরাসি ওয়াইনের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করায় বেশি ক্ষতি হয়েছিল।

তিনি বলেন, যদি ফ্রান্সের অর্থনীতিকে আঘাত করার সত্যিকারের উদ্দেশ্য থাকে, তবে সব ধরনের ফরাসী পণ্য বয়কট করা হতো। তবে লাভজনক এভিয়েশন খাত ও বিলালসহুল খাতগুলোতে প্রভাব পড়ছে না।

এদিকে এরদোয়ানের মন্তব্য ও পণ্য বয়কটের ঘোষণা দেয়ার পর গত সোমবার ফ্রান্সে ইইউ নেতা ও কর্মকর্তারা ফ্রান্সের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটে বলেন, বাক স্বাধীনতার পক্ষে এবং উগ্রবাদের বিরুদ্ধে তার দেশ ফ্রান্সের পাশে আছে।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস এরদোয়ানের আচরণের কঠোর সমালোচনা করে বলেন, জার্মানি ফ্রান্সের প্রতি সংহতি জানিয়ে তার পাশে থাকবে।

ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে টুইটারে এরদোয়ানের সমালোচনা করে বলেন, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ সম্পর্কে এরদোয়ানের বক্তব্য গ্রহণযোগ্য নয়। তার দেশ ফ্রান্সের পাশে আছে।

গ্রিক প্রেসিডেন্ট ক্যাটেরিনা বলেন, সভ্যতার নামে ধর্মান্ধতা এবং অসহিষ্ণুতাকে উসকে দেয়া সহ্য করা যায় না।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন