বড় ম্যাচের চাপ টের পাচ্ছেন রোহিত

প্রতিশোধ নাকি পুনরাবৃত্তি? ২০১৯ সেমিফাইনালে ম্যানচেষ্টারে নিউজিল্যান্ডের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের। এবার ঘরের মাঠে সেই ক্ষততে প্রলেপ দেয়ার সুযোগ পাচ্ছেন রোহিত শর্মারা। ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

 

 

ঘরের মাঠ, গ্যালারি ভর্তি দর্শক সমর্থন- সবই থাকবে রোহিতদের পক্ষে। তবুও ম্যাচটা যে সেমিফাইনাল। টানা ৯ ম্যাচ জিতে অপরাজিত থেকে শেষ চারের টিকিট পেলেও কিউইদের বিপক্ষে এই ম্যাচ হারলে এবারো নক-আউট থেকে বিদায় নিতে হবে ভারতকে। এজন্য বড় ম্যাচের চাপ বেশ টের পাচ্ছেন ভারতীয় অধিনায়ক।

 

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রোহিত বলেন, ‘সব জায়গা থেকেই শুনতে পাবেন, আগামীকাল আমাদের জিততে হবে। শতক পেতে হবে, ৫ উইকেট নিতে হবে। দুই শ থেকে আড়াই শ ম্যাচ খেলা কেউ কিংবা ৫ থেকে ১০ ম্যাচ খেলা কেউ—সবাইকে একই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। তাই চাপের প্রশ্নে এটা ভারতীয় ক্রিকেটারদের জন্য বাধ্যতামূলক।

 

তবে শুধুমাত্র সেমিফাইনাল নয়, বরং বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই চাপ থাকে বলে জানিয়েছেন রোহিত, 'লিগ ম্যাচ, সেমিফাইনাল কিংবা ফাইনাল-যেটাই হোক না কেন, বিশ্বকাপের ম্যাচে চাপ থাকবেই। এটাই হবে, কারণ টুর্নামেন্টটা বিশ্বকাপ, তাই চাপ থাকাই স্বাভাবিক।'

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন