এস এম ফজলুঃ
আজ ২৮.১০.২০২০ খ্রি: মৌলভীবাজার জেলার প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। হুইল চেয়ার বিতরণ করেন বিভাগীয় কমিশনার, সিলেট জনাব মোঃ মশিউর রহমান এনডিসি মহোদয়।
জেলা প্রশাসন, মৌলভীবাজার ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, মৌলভীবাজার কর্তৃক আয়োজিত এ হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ মশিউর রহমান, এনডিসি মহোদয় বলেন, প্রতিবন্ধীরা কোন অভিশাপ বা ভাগ্যের ফল নয়। এটি প্রকৃতির নিয়ম। বিভিন্ন কারণ যেমন পুষ্টি ও স্বাস্থ্য সম্পর্কে অসচেতনতা ও জেনেটিক বৈশিষ্ট্যের কারণে শিশুরা প্রতিবন্ধী হতে পারে। তিনি বলেন প্রতিবন্ধী শিশুরা আমাদের ভাই বোন, তাদেরকে আপন করে নিতে হবে। তাদের অধিকার যথাযথভাবে প্রতিষ্ঠা করে তাদেরকে সঠিক ও সুস্থ ভাবে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার দিতে হবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, মৌলভীবাজার জনাব মীর নাহিদ আহসান।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন